অ্যান্টিগা টেস্টে দারুণ পারফরমেন্স করায় আইসিসি টেস্ট র্যাংকিংয়ে ব্যাপক উন্নতি হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান এবং ওয়েস্ট ইন্ডিয়ান পেসার কেমার রোচের।
প্রথম ইনিংসে ৫১ এবং দ্বিতীয় ইনিংসে ৬৩ রান করায় ১৪ ধাপ এগিয়ে ব্যাটিং র্যাংকিংয়ে ৩২ নাম্বারে উঠে এসেছেন টাইগার অধিনায়ক। আর দুই ধাপ এগিয়ে অলরাউন্ডার র্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে এখন সাকিব। এতে প্রথম স্থানে থাকা রাবিন্দু জাদেজার জন্য এখন হুমকি হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব। জাদেজার রেটিং পয়েন্ট ৩৮৫। আর সাকিবের পয়েন্ট ৩৪৬।
অ্যান্টিগায়, ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরা কেমার রোচ চার ধাপ এগিয়ে অষ্টম স্থান পেয়েছেন। এদিকে, ছয় ধাপ এগিয়ে মেহেদী হাসান মিরাজ আছেন ত্রিশতম স্থানে।