বঙ্গবন্ধু বাংলাদেশ-নেপাল আন্তর্জাতিক রাগবি সিরিজের প্রথম ম্যাচে নেপালকে ২০-০ পয়েন্টে পরাজিত করে ১-০ তে এগিয়ে গেলো বাংলাদেশ। খেলাটি প্রায় দশ বছর ধরে বাংলাদেশে চর্চ্চা হলেও দেশে এবারই প্রথম আয়োজন করা হয়েছে রাগবি সিরিজ।
সকালে আর্মি স্টেডিয়ামে, তিন ম্যাচের এই সিরিজের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এ সময় রাগবি এশিয়ার সভাপতি কায়েস আব্দুল্লাহ আল দালাই এবং বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এমপি, নেপাল অলিম্পিক কমিটির মহাসচিব নিলান্দ্রা রাজ শ্রেষ্ঠা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌসুম আলী উপস্থিত ছিলেন।
স্বাগতিক বাংলাদেশের পক্ষে অধিনায়ক নাদিম মাহমুদ ১০ পয়েন্ট, আনোয়ারুজ্জামান ও সোহেল আহমেদ ৫ পয়েন্ট করে অর্জন করেন।