জাকার্তায় হিরো এশিয়া কাপ হকিতে ওমানকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। অবশ্য সপ্তাহখানেক আগেই এশিয়ান গেমস হকি বাছাই পর্বের ফাইনালে ওমানের কাছেই ৬-১ গোলের বড় ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ।
গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলার ৬ মিনিটে আশরাফুল ইসলামের গোলে এগিয়ে যায় গোবিনাথান কৃষ্ণমুর্তির দল। দ্বিতীয়ার্ধে ওমানের হয়ে সেই গোল শোধ দেন আল ফাজারি রাশাদ। আক্রমন পাল্টা আক্রমনের ম্যাচে ওমানের একের পর এক শট রুখে দিয়ে হতাশ করেন বাংলাদেশের গোলরক্ষক বিপ্লব কুজুর।
এরপর তৃতীয় কোয়ার্টারে মোহাম্মদ রাকিবুলের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে খোরশেদুর রহমানের দল।