পবিত্র হজ পালন করতে যাওয়ার কারণে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নাম প্রত্যাহার করে নিলেন বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। ইতোমধ্যেই এ কথা তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবিকে জানিয়েছেন।
মুশফিকের না থাকাটা বাংলাদেশ দলের জন্য দু:সংবাদ। এরই মধ্যে ইনজুরির কারণে টেস্ট দল থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাঈম হাসান। আগামী ৬ জুন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে বাংলাদেশ দলের ঢাকা ছাড়ার কথা। সফরে দুইটি টেস্ট, তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলার কথা রয়েছে টাইগারদের।
খসরা সূচি অনুযায়ী অ্যান্টিগায় প্রথম টেস্ট হবে ১৬ জুন থেকে। পরে সেইন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৪ জুন থেকে। টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ যথাক্রমে ২, ৩ ও ৭ জুলাই। সবশেষে তিন ওয়ানডে হবে ১০, ১৩ ও ১৬ জুলাই।