এশিয়া কাপ হকি প্রতিযোগিতায় ইন্দোনেশিয়াকে ৪-২ গোলে পরাজিত করে বিশ্ব র্যাংাকিংয়ে প্রথমবার ২৭তম স্থানে উঠে এলো বাংলাদেশ। হকিতে এবারই সর্বোচ্চ র্যাংকিংয়ে উঠে আসলো জিমি-মিমোরা।
জাকার্তার জেবিকে ফিল্ডে, খেলার প্রথম কোয়ার্টারের ১৩ মিনিটে রাসেল মাহমুদ জিমের কল্যাণে লিড নেয় বাংলাদেশ। এরপর আশরাফুল ইসলাম, দীন মোহাম্মদ ইমন এবং পুস্কর ক্ষীসা মিমোর গোলে জয় পায় বাংলাদেশ। স্বাগতিকদের হয়ে গোল দুটি করেন আকবার আবদুল্লাহ এবং আরদাম।
এতে আগামী ১ জুন সেই সঙ্গে পঞ্চমস্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজের দল।