মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ২২২ রানে পিছিয়ে আছে শ্রীলঙ্কা। দিন শেষে তাদের সংগ্রহ ২ উইকেটে ১৪৩ রান। এর আগে, ৫ উইকেটে ২৭৭ রান নিয়ে খেলতে নেমে ৩৬৫ রানে থামে টাইগারদের ইনিংস। লিটন দাস ক্যারিয়ার সেরা ১৪১ রানে আউট হলেও, ১৭৫ রানে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম।
মিরপুর টেস্টে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনের শুরুটাও ভাল হয়নি বাংলাদেশের। ৫ উইকেটে ২৭৭ রান নিয়ে নেমে, তিনশর আগেই সাজঘরে লিটন দাস। মুশফিকুর রহিমের সাথে তার ষষ্ঠ উইকেটের রেকর্ড জুটি ভাঙ্গে ২৭২ করে। ক্যারিয়ার সেরা ১৪১ করে বিদায় নেন লিটন দাস। পরেরই ওভারে খালি হাতে ফেরেন মোসাদ্দেক হোসেন। এরপর তাইজুলকে নিয়ে ক্যারিয়ারে পঞ্চমবার দেড়শ’ রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিকুর রহিম।
মিস্টার ডিপেন্ডেবল একপ্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তের ব্যাটাররা উইকেটে স্থায়ী হতে পারেননি। ব্যক্তিগত ১৫ তে তাইজুল বিদায়ের পর রানের খাতা খুলতেই পারেননি খালেদ আহমেদ ও এবাদত হোসেন। তাতে ৩৬৫ রানেই থামে বাংলাদেশ। এক ইনিংসে ৬ ব্যাটার শূন্য রানে আউট হয়ে বিব্রতকর এক লজ্জার রেকর্ডও গড়ে স্বাগতিকরা। তবে ৩৫৫ বলে ২১ বাউন্ডারিতে ১৭৫ রানে অপরাজিত থাকেন মুশফিক।
টাইগারদের ৩৬৫ রানের জবাবে খেলতে নেমে ৯৫ রানের উদ্বোধনী জুটিতে শুরুটা ভালই করে লংকানরা। তৃতীয় সেশনের শুরুতে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন এবাদত। ৫৭ রানে থাকা ওসাদা ফার্নান্দোকে বিদায় করেন তিনি।
এরপর দলের ১৩৯ রানে কুশল মেন্ডিসকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন সাকিব আল হাসান। তবে দিন শেষে ৭০ রানে অপরাজিত আছেন অধিনায়ক দিমুথ করুনারতেœ। কাসুন রাজিথাকে নিয়ে ২২২ রানে পিছিয়ে থেকেই তৃতীয় দিন শুরু করবে লংকানরা।