এশিয়ান গেমস হকি বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়ে টুর্ণামেন্টে শুভ সূচনা করেছে বাংলাদেশ। এশিয়ান গেমসের ১৯তম আসরটি চীনের হাংজোতে আগামী ১০ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত হওয়ার কথা ছিল। ২০২৩ সাল পর্যন্ত তা স্থগিত রাখার কথা শুক্রবার জানায় অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ)।
ব্যাংককে আয়োজিত খেলার প্রথম কোয়ার্টারের ১০ মিনিটে সারোয়ার হোসেনের গোলে এগিয়ে যায় লাল-সবুজের দল। দ্বিতীয় কোয়ার্টারের ৮ মিনিটে পুষ্কর ক্ষিসা মিমো ব্যবধান দ্বিগুণ করেন।
তৃতীয় কোয়ার্টারের নবম মিনিটে একটি গোল শোধ করে খেলায় প্রতিদ্বন্দ্বিতা ফেরায় ইন্দোনেশিয়া। পরের মিনিটেই রাব্বি আরো একটি গোল করে ব্যবধান ৩-১ এ নিয়ে যান। ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন বাংলাদেশের রেজাউল করিম বাবু। মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা।