মাত্র দুই মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেলো ভিয়ারিয়ালের রক্ষণ প্রাচীর। তাতে ২-০ গোলের জয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালের পথে এগিয়ে গেলো ইংলিশ জায়ান্ট লিভারপুল। গোল শূন্য প্রথমার্ধের পর আত্মঘাতি গোলে লিড পায় ‘অল রেড’রা। পরে সাদিও মানে লিভারপুলের ২-০ গোলে জয় নিশ্চিত করেন।
প্রথমার্ধে রক্ষণপ্রাচীর অক্ষতই রেখেছিলো ‘ইয়েলো সাবমেরিন’ খ্যাত উনাই এমরির স্প্যানিশ দল ভিয়ারিয়াল। কিন্তু ইয়ুর্গেন ক্লপের দলের কাছে দ্বিতীয়ার্ধে সেই প্রাচীর আর টেকেনি। আক্রমণ আর বল দখলের লড়াইয়ে এগিয়ে থেকে ফাইনালের পথে এখন লিভারপুল।
নিজেদের মাঠ এনফিল্ডে খেলার শুরু থেকেই ভিয়ারিয়ালের ওপর চড়াও হয় ইংলিশ জায়ান্টরা। খেলার ২২ মিনিটে অলরেড অধিনায়ক জর্ডান হ্যান্ডারসনের শট পোস্টে লেগে প্রতিহত হলে এগিয়ে যাওয়া হয়নি। আর প্রথমার্ধের শেষ দিকে থিয়াগোর দূরপাল্লার শটও বাধা পায় গোলপোস্ট। তাতে গোল শূন্য অবস্থাতেই বিরতিতে যায় দু’দল।
দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটেই বল জালে জড়ান ফ্যাবিনহো। তবে অফসাইডের কারণে গোল বাতিল হয়। কিন্তু ৫৩ মিনিটে হ্যান্ডারসনের দুর্দান্ত এক ক্রস ভিয়ারিয়াল ডিফেন্ডার পারভিস এস্তুপিনানের শরীরে লেগে বল জালে জড়ায়। ১-০ গোলের লিড পায় লিভারপুল।
এই গোলের রেশ না কাটতেই ব্যবধান দ্বিগুন করেন সাদিও মানে। মোহাম্মদ সালাহর কাছ থেকে বল পেয়ে দারুণ এক গোলে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন মানে। তবে ৬৪ মিনিটে অ্যান্ড্রিউ রবার্টসনের গোল অফসাডের কারণে বাতিল হলে ব্যবধান আর বাড়াতে পারেনি লিভারপুল।
শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অল রেড’রা। ফিরতি লেগের খেলা আগামী ৪ মে ভিয়ারিয়ালের মাঠে অনুষ্ঠিত হবে।