এক মৌসুমে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ঢাকা প্রিমিয়ার লিগে ইতিহাস গড়েছেন প্রাইম ব্যাংকের ওপেনার এনামুল হক বিজয়। সাইফ হাসানকে টপকে এখন সর্বোচ্চ রান বিজয়ের। ঢাকা প্রিমিয়ার লিগে এক আসরে সর্বোচ্চ রান ছিল সাইফের। ২০১৮-১৯ মৌসুমে প্রাইম দোলেশ্বরের হয়ে ৮১৪ রান করেছিলেন তিনি। এতদিন পর্যন্ত এটিই ছিল সর্বোচ্চ। তবে এ বছর সেই রেকর্ড ভেঙেছেন বিজয়।
চলতি প্রিমিয়ার লিগে ফর্মের তুঙ্গে রয়েছেন বিজয়। ১২ ম্যাচে সাতটি ফিফটি ও দুটি সেঞ্চুরি! এমন ফর্মে আগে কখনো দেখা যায়নি প্রাইম ব্যাংকের এ ওপেনারকে। সাইফের রেকর্ডটা ভেঙেছেন আজ লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ম্যাচে।
বিকেএসপির সাভারে রূপগঞ্জের বিপক্ষে আগে ব্যাট করতে নামে প্রাইম ব্যাংক। সাকিব-মাশরাফিদের সামনে দলও পড়ে বিপদে। দলের বিপর্যয়ের মুখেও ফিফটি তুলে নেন বিজয়। সেঞ্চুরি না হাঁকাতে পারলেও তাঁর ইনিংস থামে ৭৩ রানে।
ফলে ১২ ম্যাচে ৮৭৮ রান নিয়ে ডিপিএলে এক মৌসুমে সর্বোচ্চ স্কোরার বিজয়। সাইফ ও বিজয়ের পরেই রয়েছেন আরেক ওপেনার নাঈম শেখ। ২০১৮-১৯ মৌসুমে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ৮০৭ রান করেন নাঈম।
একই মৌসুমে চতুর্থ সর্বোচ্চ ৭৮১ রান করেন রকিবুল হাসান। এই তলিকায় রয়েছেন আরেক ওপেনার লিটন দাস। ২০১৭ মৌসুমে আবাহনী লিমিটেডের হয়ে ৭৫২ রান করেন লিটন। সুপার লিগে এখনও বেশ কয়েকটি ম্যাচ বাকি প্রাইম ব্যাংকের। বিজয়ের সামনে সুযোগ রয়েছে হাজার রান পূর্ণ করার।