বিশ্ব মঞ্চে ২২ গজে দুই ভাইয়ের জুটি দেখেছে ক্রিকেটপ্রেমিরা। কিন্তু কখনও বাবা-ছেলের জুটি দেখেনি। তবে এবার দেখলো ক্রিকেট দুনিয়া। ২২ গজে ব্যাট হাতে জুটি বেঁধেছিলেন আফগানিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ নবি ও তার ছেলে হাসান নবি। শারজায় সিবিএফএস টি-২০ লিগে একসাথে বুখাতির একাদশের হয়ে খেলেন মোহাম্মদ নবি ও হাসান নবি।
শুধুমাত্র জুটিই বাঁধেননি বাবা-ছেলে। ড্রেসিংরুমও শেয়ার করেছেন। সময়টা উপভোগ করেছেন দু’জনে। এতে উচ্ছসিত মোহাম্মদ। ভবিষ্যতে ১৬ বছর বয়সী ছেলের সাথে আফগানিস্তানের জার্সি গায়ে খেলতে চান মোহাম্মদ। সংবাদমাধ্যমকে মোহাম্মদ বলেন, ‘আমার আশা ছিল আমরা একবার একসাথে খেলবো এবং জাতীয় দলে একসাথে খেলতে পারবো।’ তিনি আরও বলেন, ‘আমি আফগানিস্তানের হয়ে আরও কয়েক বছর এবং লিগেও খেলার চাই।’
ছেলে হাসানকে নিয়ে বাবা মোহাম্মদ বলেন, ‘হাসান আরও বড় হবে এবং আশা করছি সে অনূর্ধ্ব ১৯-এ খেলবে। জাতীয় দলে খেলার সামর্থ্য থাকলে, আশা করি সেখানেও খেলবে।’
কাতারে নেদারল্যান্ডসের সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে আফগানিস্তান। ছেলের সাথে খেলার জন্য ওয়ানডে সিরিজের দল থেকে নিজেকে সরিয়ে নেন আফগানদের টি-টোয়েন্টি অধিনায়ক ৩৮ বছর বয়সী মোহাম্মদ। শারজায় সিবিএফএস টি-২০ লিগে ৫ ম্যাচে ৩৭ গড়ে ১৪৮ রান করেছেন হাসান।