দানিল মেদভেদেভকে ৩-২ সেটে হারিয়ে রেকর্ড ২১তম বারের মতো গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলেন রাফায়েল নাদাল। অভিজ্ঞতার কাছে হার মানল তারুণ্য। প্রথম দুই সেটে পিছিয়ে থাকলেও মেলবোর্নে ১০ বছরের ছোট দানিল মেদভেদেভকে পরাজিত করে, রেকর্ড ২১টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতে নাদাল, পেছলে ফেললেন রজার ফেদেরার ও নোভাক জকোভিচকে।
ইনজুরি শেষে অস্ট্রেলিয়ান ওপেন দিয়েই টেনিস কোর্টে ফিরেছিলেন রাফায়েল নাদাল। রেকর্ড ২১টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি ছিলো ৩৫ বছর বয়সী এই স্প্যানিশ তারকার। শেষে রেকর্ড গড়েই জিতলেন অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা। আর ফেদেরার ও জকোভিচ ২০টি গ্র্যান্ড স্ল্যাম জিতে পেছনে পড়লেন নাদালের।
টেনিস ক্যারিয়ারে এর আগের ২৮বার ফাইনালে উঠে, ২০বারই চ্যাম্পিয়ন হয়েছিলেন রাফায়েল নাদাল। এই নিয়ে ষষ্ঠবারের মত অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওঠেন তিনি। ফেভারিট হিসেবে শিরোপা দ্বৈরথে নামলেও বয়সটা চোখ রাঙাচ্ছিলো নাদালকে। সেই সুযোগ পুঁজি করে, ৬-২ ও ৭-৬ গেমে এগিয়ে থেকে শিরোপা জয়ের পথেই ছিলেন রাশিয়ার দানিল মেদভেদেভ।
তবে ঘুম ভেঙে জেগে উঠতেও সময় নেননি স্প্যানিশ জায়ান্ট নাদাল। পরের তিন সেটে চলে তার রাজত্ব। খাদের কিনারা থেকে উঠে এসে, দুর্দান্ত সব শটে মেদভেদেভকে ৬-৪, ৬-৪ ও ৭-৫ গেমে পরাজিত করে রেকর্ড ২১তমবারের মতো জিতে নেন গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। এই জয়ে রজার ফেদেরার ও নোভাক জকোভিচকে পেছনে ফেলে অমরত্বের পথে এগিয়ে গেলেন স্প্যানিশ যোদ্ধা নাদাল। ক্যারিয়ারের ২১তম গ্র্যান্ড স্ল্যাম জয় হলেও এটি দ্বিতীয় অস্ট্রেলিয়ান ওপেন জয় রেকর্ডের বরপুত্র নাদালের।