বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পেস বোলিং কোচের দায়িত্ব ছেড়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল মুলতান সুলতানের কোচিং প্যানেলে যুক্ত হলেন ওটিস গিবসন।
গতকাল বুধবার পিএসএলের দলটি তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পোস্ট দিয়ে এ বিষয়টি জানায়। সেই পোস্টে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিয়ান পেস বোলিং কোচ ওটিস গিবসনকে তাদের কোচ হিসেবে পরিচয় করে দেওয়া হয়। এরপরই মুস্তাফিজ-এবাদতদের কোচ হিসেবে দায়িত্ব ছাড়ার বিষয়টি সবার সামনে আসে।
টিম টাইগার্সের বোলিং কোচ হিসেবে ২০২০ সালের জানুয়ারিতে যোগ দিয়েছিলেন ওটিস গিবসন। দুই বছরের মেয়াদ শেষে আর চুক্তি বাড়ান নি তিনি।