টম লাথাম আর ডেভন কনওয়ের জুটিতে ক্রাইস্টচার্চ টেস্টে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ছে নিউজিল্যান্ড। প্রথম দিন শেষে কিউইদের সংগ্রহ ১ উইকেটে ৩৪৯ রান। ল্যাথাম অপরজিত আছেন ১৮৬ রানে। আর ডেভন কনওয়ের সংগ্রহ ৯৯ রান।
‘দুর্বলরা ভাগ্য বিশ্বাস করে, আর সবলরা তা ছিনিয়ে আনে।’ দার্শনিক সেইন্ট অগাস্টিনের উক্তিটি মনে করিয়ে দিলেন টম ল্যাথাম। ইনিংসের নবম ওভারে ইবাদতের বলে দুবার আউট দিলেন আম্পায়ার, রিভিউর সঠিক ব্যবহার করে বিজয়ের তৃপ্তি কিউই অধিনায়কের ঠোঁটে। ১৯ তম ওভারে টম ইয়ংকে নট আউটের সিদ্ধান্ত আম্পায়ারের। বিফলে যায় মমিনুলের রিভিউ।
লাঞ্চের পর আরো একবার তৈরি হয় উইকেটে পাওয়ার সম্ভাবনা। এবার নাগাল খুঁজে পাননি লিটন দাস। বাড়তে থাকে সফরকারী শিবিরে হতাশা। হ্যাগলি ওভালে উদ্বোধনী জুটিতে ১৪৮ রানের নতুন রেকর্ড গড়েন দুই ব্যাটসম্যান। অবশেষে ৩৮ ওভারে আসে সাফল্য। ৫৪ রানে ইয়ংকে ফেরান শরিফুল।
পরের ৫২ ওভার ইবাদত, শরিফুল, তাসকিন আর মিরাজদের উইকেট পাওয়ার জান-প্রাণ চেষ্টা ব্যর্থ করে সেঞ্চুরি তুলে নেন টম ল্যাথাম। ১৮৬ রানে উইকেটে থেকে ডাবল সেঞ্চুরিরও সুবাস পাচ্ছেন কিউই অধিনায়ক।
আরেক ব্যাটসম্যান ডেভন কনওয়ে সেঞ্চুরি থেকে ১ রান দূরে থেকে হয়তো নির্ঘুম রাত। কাটাবেন। তবে বাংলাদেশের জন্য দু:স্বপ্নের রচনা ততক্ষণে লেখা হয়ে গেছে। যে মাঠে গড় রান ২৮২, সেখানে প্রথম দিনেই ৩৪৯। মাউন্ট মঙ্গানুইয়ে হারের প্রতিশোধ নেয়ার মঞ্চই যেনো তৈরি করছে নিউজিল্যান্ড।