স্বপ্ন এবার সত্যি হলো। বাংলাদেশের মুঠোয় ধরা দিলো ইতিহাস। মাউন্ট মুঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে যে কোনো ফরম্যাটে এটি টাইগারদের প্রথম জয়। ঘরের মাঠে টানা ১৭ টেস্ট অপরাজিত থাকার পর হারলো কিউইরা। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপেও প্রথম জয় পেলো বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে মাত্র ৪০ রানের টার্গেটে নেমে সাদমান ইসলাম ও নাজমুল হেসেন শান্তর উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে টাইগাররা। শান্ত ১৭ রান করে আউট হন। অধিনায়ক মুমিনুল এবং মুশফিকুর রহিম দলকে ঐতিহাসিক জয় পাইয়ে দিয়ে মাঠ ছাড়েন।
এর আগে, ৫ উইকেটে ১৪৭ রান নিয়ে ম্যাচের শেষ দিন মাঠে নামে নিউজিল্যান্ড। অভিজ্ঞ রস টেলরকে ৪০ রানে থামিয়ে এবাদত পেয়ে যান ক্যারিয়ারের পঞ্চম উইকেটের দেখা। ২০১৩ সালের পর বাংলাদেশের কোনো এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন। কাইল জেমিসনকে ফিরিয়ে ৬ উইকেট তুলে নেন এবাদত। এরপর তাসকিন উইকেট শিকারে নামলে দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডে প্রথম জয়ের অপেক্ষাটা ছিল দীর্ঘদিনের। কিউইদের বিপক্ষে তাদের মাঠে তিন সংস্করণ মিলিয়ে ৩৩ ম্যাচ খেলে অবশেষে দেখা মিলল প্রথম জয়ের। সেই জয় এলো এমন এক সংস্করণে, যেটি ছিল সবচেয়ে অভাবনীয়। সফরকারী দলগুলির জন্য নিউজিল্যান্ডে টেস্ট জয়ের চেয়ে কঠিন কাজ যে এখন কমই আছে।
প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৩২৮ রানের জবাবে বাংলাদেশ করেছিলো ৪৫৮ রান। ১৩০ রানের লিড নিয়েছিলো মুমিনুলরা। আগামী ৯ জানুয়ারি সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মুখোমুখি হবে দু'দল।