বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের সপ্তম ম্যাচে মিনিস্টার গ্রুপ ঢাকাকে ৭ উইকেটে হারিয়েছে সিলেট সানরাইজার্স। আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে এটি সিলেটের প্রথম জয়। অন্যদিকে চার ম্যাচ খেলা ঢাকা এ নিয়ে তৃতীয়বার হারের মুখ দেখল।
মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ২৬ বলে ৩৩, শুভাগত হোমের ১৬ বলে ২১ ও রুবেল হোসেনের ৬ বলে ১২ রানের ইনিংস ছাড়া খেলতে পারেননি কেউই।
নাঈম শেখ ১৫ রান করেছেন ৩০ বলের মোকাবেলায়। সিলেটের পক্ষে নাজমুল ইসলাম অপু এদিন ক্যারিয়ার সেরা ফিগারের দেখা পান, ৪ উইকেট শিকার করেন মাত্র ১৮ রানের খরচায়। এছাড়া তাসকিন আহমেদ ২২ রানের খরচায় তিনটি ও সোহাগ গাজী ১৭ রানের খরচায় দুটি উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ২১ রানে লেন্ডল সিমন্সকে হারায় সিলেট। ক্যারিবিয় তারকা বিদায় নেওয়ার আগে ১৬ রান করেন ২১ বলের মোকাবেলায়। ৪০২ দিন পর খেলতে নেমে সিমন্সকে শিকার করেন মাশরাফি বিন মুর্তজা, নিজের দ্বিতীয় ওভারে। সিমন্সের বিদায়ে খোলস ছেড়ে বেরিয়ে আসেন এনামুল হক বিজয়। ভালোর ইঙ্গিত দিয়ে মোহাম্মদ মিঠুন ১৫ বলে ১৭ রান করে আউট হলে ক্রিজে আসেন কলিন ইনগ্রাম। ৫৯ রানে দ্বিতীয় উইকেট পতন ঘটে।
দলের জয়ে যখন ২ রান প্রয়োজন, তখন ছক্কা হাঁকাতে গিয়ে তামিম ইকবালের হাতে ধরা পড়েন এনামুল হক বিজয়। তার আগে ৪টি চার ও ১টি ছক্কায় ৪৫ বলে তিনি করেন ৪৫ রান। সিমন্সের পর বিজয়ের উইকেটও শিকার করেন মাশরাফি।
শেষ পর্যন্ত ১৭ ওভারে ৭ উইকেট হাতে রেখেই জয়ের ঠিকানায় পৌঁছে যায় সিলেট। একটি করে চার-ছক্কা হাঁকানো ইনগ্রাম ১৯ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। ১ রানে অপরাজিত থাকেন রবি বোপারা। ঢাকার পক্ষে ৪ ওভার বল করে মাশরাফি শিকার করেন দুটি উইকেট, ২১ রানের খরচায়। অন্তত ৩ ওভার বল করা বোলারদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে মিতব্যয়ী।