শেষবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন খেলে ফেললেন সানিয়া মির্জা। মঙ্গলবার মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন সানিয়া মির্জা এবং তাঁর জুটি রাজীব রাম। অস্ট্রেলিয়ার জে কুবলার এবং ডে ফর্টিস জুটির কাছে ৬-৪ ও ৭-৬ (৫-৭) সেটে হেরে যান তাঁরা।
এর আগে, মহিলাদের ডাবলসের প্রথম রাউন্ডে হেরে যাওয়ার পর ভারতীয় টেনিস সুন্দরী জানিয়েছিলেন, এটাই তাঁর শেষ বছর। চলতি বছরের শেষেই টেনিসকে বিদায় জানাবেন তিনি। এদিন হেরে যাওয়ায় অস্ট্রেলিয়ান ওপেনে সম্ভবত শেষবার খেলে ফেললেন সানিয়া।
মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে প্রথম সেটে দাঁড়াতেই পারেনি সানিয়ারা। কিন্তু দ্বিতীয় সেটে ম্যাচে ফেরেন। দ্বিতীয় সেট জিততে যথেষ্ট বেগ পেতে হয় অস্ট্রেলীয় জুটিকে। দুর্দান্ত লড়াইয়ে একটা সময় ৪-২ এ এগিয়েও গিয়েছিলেন সানিয়া এবং রাজীব।
কিন্তু শেষ রক্ষা হয়নি। দারুণভাবে ম্যাচে ফিরে এসে ৫-৫ করে জে কুবলার এবং ডে ফর্টিস। এরপর স্নায়ুর লড়াইয়ে সানিয়াদের টেক্কা দেয় অজিরা। এই পরাজয়ে মেলবোর্ন পার্কে যাত্রা শেষ ভারতীয় টেনিস তারকার।
এখনও বাকি রয়েছে ফরাসি ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন। মিক্সড ডাবলস থেকে বিদায়ের পর সানিয়া অস্ট্রেলিয়ান ওপেন সম্প্রচারকারী চ্যানেলকে বলেছেন, মনে হচ্ছে অবসরের সিদ্ধান্তটা অনেক আগেই নিয়ে ফেলেছি। সত্যি কথা বলতে কি, এ জন্য আক্ষেপই হচ্ছে। কারণ, এই অবসরের সিদ্ধান্ত নিয়েই এখন বারবার আমাকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। আমি টেনিস খেলছি জেতার লক্ষ্য নিয়েই। যতদিন খেলব সেই লক্ষ্যে পরিবর্তন আসবে না। অবসরের পর কী হবে তা এখন আমার মাথায় নেই। আমি টেনিস উপভোগ করছি। হারি বা জিতি আমার খেলার জন্যই সকলে আমাকে মনে রাখবেন। চলতি বছর খেলার জন্য নিজে যে ১০০ শতাংশ প্রস্তুত সে দাবিও করেছেন সানিয়া। বছরের শেষের ভাবনা দূরে রেখে আপাতত প্রতিটি ম্যাচ জেতার লক্ষ্যেই তিনি কোর্টে নামবেন বলে জানিয়েছেন সানিয়া।