৪৪ বছর পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে স্বদেশে গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলেন অ্যাশলে বার্টি। ড্যানিয়েলা কলিন্সকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে নারী এককের শিরোপা জিতলেন অ্যাশলে বার্টি। বিশ্বের এক নম্বর টেনিস তারকার ক্যারিয়ারে এটি তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জয়। মেলবোর্নের রড লেভার এরেনায়, ১ ঘন্টা ২৭ মিনিটের লড়াই শেষে জয় পান বার্টি ৬-৩ ও ৭-৬ গেমে।
এর আগে উইম্বলডন ও ফ্রেঞ্চ ওপেন শিরোপা জিতলেও নিজের ঘরের মাটিতে অস্ট্রেলিয়ান ওপেন অধরাই ছিলো অ্যাশলে বার্টির। মার্কিন তারকা ড্যানিয়েলা কলিন্সকে হারিয়ে এবার সেই আক্ষেপ পূরণ করে ফেললেন বিশ্বের এক নম্বর অজি তারকা। এতে করে ১৯৭৮ সালে ক্রিস ও’নীলের পর দ্বিতীয় অস্ট্রেলিয়ান হিসেবে স্বদেশে গ্র্যান্ড জিতলেন অ্যাশলে বার্টি।
আগের চারবারের লড়াইয়ে বার্টির জয় তিনটিতে, হেরেছিলেন এক ম্যাচে। ফাইনালের আগে এই পরিসংখ্যান নিজেদের মাঠে অ্যাশলে বার্টিকে, ড্যানিয়েলা কলিন্সের বিপক্ষে ফেভারিটের লেবেন এঁটে দেয়। তাছাড়া বার্টির ১৪টি এটিপি খেতাবের বিপক্ষে কলিন্সের জয় মাত্র ২টিতে। সবকিছু অজি তারকার পক্ষেই ছিলো। শিরোপা লড়াইয়ে কোনো অঘটনও ঘটলো না। প্রথম সেট জেতেন বার্টি ৬-৩ গেমে।
এবারের প্রতিযোগিতার শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন বার্টি। ফাইনালের শুরু থেকেই ড্যানিয়েলা কলিন্সের উপর চাপ বাড়াতে থাকেন তিনি। কিন্তু কলিন্সও সহজে হার মানার পাত্রী নন। প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড তো তাকেও হাতছানি দিচ্ছে। বার্টির চাপ সামলে ৫-১ গেমে এগিয়ে যান। সেখান থেকেই ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় সেট টাইব্রেকারে ৭-৬ গেমে জিতে, অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা নিজের করে নেন অ্যাশলে বার্টি।
এই নিয়ে ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতলেন বার্টি। ২০১৯-এ জিতেছিলেন ফ্রেঞ্চ ওপেন। এরপর গত বছর জেতেন উইম্বলডন। স্বদেশী টেনিসপ্রেমিদের আনন্দে ডুবিয়ে অবশেষে অস্ট্রেলিয়ান ওপেনও জিতে নিলেন তিনি।