আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন নিউজিল্যান্ডের মিডলঅর্ডারের ভরসা রস টেলর। আগামী গ্রীষ্মে দেশের মাঠে খেলার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবার ঘোষণা দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি এই ঘোষণা দেন। টেলর জানান, দেশের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট এবং অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে ছয়টি ওয়ানডে খেলার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন তিনি।
দেশের হয়ে ১৭ বছরের খেলোয়াড়ি জীবনে এখনও পর্যন্ত ১১০ টেস্ট ম্যাচ খেলে রস টেলর করেন ৭৫৮৫ রান। সর্বোচ্চ ইনিংস ২৯০ রানের। তাছাড়া ২৩৩টি ওয়ানডেতে ২১টি সেঞ্চুরি সহ ৮৫৭৬ রান এবং ১০২ টি- টোয়েন্টিতে করেন ১৯০৯ রান।