অবশেষে ফ্রেঞ্চ লিগে গোল পেলেন লিওনেল মেসি। আর তাতে পিএসজি জয় পেলো ৩-১ ব্যবধানে। যদিও খেলার শেষ ২৫ মিনিট একজন কম নিয়ে খেলতে হয় পিএসজিকে। কিন্তু জয় পেতে কোনো সমস্যাই হয়নি তাদের। ম্যাচের শুরুতে এগিয়ে যাওয়ার পর একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলে পিএসজি। কিন্তু দ্বিতীয় গোলের দেখা আর মেলে না। উল্টো দ্বিতীয়ার্ধে লালকার্ড পেয়ে মাঠ ছাড়েন গোলকিপার। সেখান থেকে দলকে কাঙ্ক্ষিত জয় এনে দেন লিওনেল মেসি।
আন্তর্জাতিক বিরতির আগে সবশেষ লিগ ওয়ানে ম্যাচেও জালের দেখা পেয়েছিলেন এমবাপে। মাঝে জাতীয় দলের হয়ে মেতেছিলেন গোল উৎসবে। বিশ্বকাপ বাছাইয়ে কাজাখস্তানের জালে চার গোল করার পর ইউক্রেনের বিপক্ষে করেন একটি। এবার ক্লাবে ফিরে দুই মিনিটের মাথায়ই পেলেন আবারও জালের দেখা।
গোলটি অবশ্য লেয়ান্দ্রো পারেদেসেরও হতে পারতো। ডি-বক্সের বাইরে থেকে আর্জেন্টাইন মিডফিল্ডারের শট লক্ষ্যেই ছিল, তবে মাঝপথে বলে পা ছুঁইয়ে দিক বদলে দেন এমবাপে। বলের আগের লক্ষ্যের দিকে ঝাঁপিয়ে পড়া গোলরক্ষক কোনো সুযোগই পাননি।
হঠাৎ পাওয়া বাঁ ঊরুর চোটে নেইমার তিন দিন আগে জাতীয় দলের হয়ে খেলতে পারেননি আর্জেন্টিনার বিপক্ষে। পিএসজির এই ম্যাচেও তাকে ঘিরে অনিশ্চয়তা ছিল যথেষ্ট। কিন্তু শুরুর একাদশেই নামলেন তিনি, প্রথম মিনিট থেকে দারুণ উজ্জীবিতও ছিলেন ব্রাজিলিয়ান তারকা।
১৮ মিনিটে তার সঙ্গে বল দেওয়া নেওয়া করেই ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ পান মেসি। সতীর্থের পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে জোরালো শটও নেন আর্জেন্টাইন তারকা; কিন্তু গোলকিপারের নাগালের বাইরে শট নিতে পারেননি তিনি। দারুণ নৈপুণ্যে হাত বাড়িয়ে রুখে দেন আলবাঁ লাফুঁ।
অধিকাংশ সময় বল দখলে রেখে একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত করে তোলে পিএসজি। ঘর সামলে পাল্টা আক্রমণে ওঠার তেমন কোনো সুযোগই পাচ্ছিল না নঁতে।
২৯ মিনিটে এমবাপের সঙ্গে ওয়ান-টু খেলে ডি-বক্সে ঢুকে শট নেন নেইমার, সময়মতো এগিয়ে পা দিয়ে ঠেকিয়ে দেন লাফুঁ। ১০ মিনিট পর মেসির জোরালো শটও ঠেকিয়ে দেন ফরাসি এই গোলকিপার। বিরতির পর দৃশ্যপটে পরিবর্তন আসার আভাস মেলে। কয়েক মিনিটের ব্যবধানে ভালো দুটি আক্রমণ করে সফরকারীরা, যদিও এই দুই শটে উল্লেখযোগ্য তেমন কিছুই করতে পারেনি তারা।
৬২ মিনিটে তাদের মিডফিল্ডার লুদোভিচ ব্লাসের শট ঠেকিয়ে দেন পিএসজি গোলরক্ষক। তবে ৭৬ মিনিটে রেনডাল কোলো মুয়ানি ম্যাচে ১-১ গোলে সমতা ফেরান। পিএসজির হয়ে অন্য গোল দুটি করেন ডেনিস আফিয়া(আত্মঘাতি) এবং নির্ধারিত সময়ের খেলা শেষের ৩ মিনিট আগে গোল করেন লিওনেল মেসি।