নর্থ মেসিডোনিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত প্রথম দল হিসেবে ২০২২ এর কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে জার্মানি। গোল শূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে গোল চারটি করে জার্মানরা।
প্রতিপক্ষের মাঠে দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মাথায় জার্মানিকে লিড এনে দেন কেই হাভার্ডজ। পুরো খেলায় আধিপত্য দেখানো চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা ব্যবধান বাড়ায় ৭০ মিনিটে। টিমো ওয়ার্নার তিন মিনিটের মধ্যে ২ গোল করে দলকে ৩-০ তে এগিয়ে নেন। এরপর জামাল মুসিয়ালা জার্মানির হয়ে প্রথম আন্তর্জাতিক গোলের দেখা পান ৮৩ মিনিটে। হান্স ফিকের দেশ এ নিয়ে ২০ বার মূল বিশ্বকাপে জায়গা করে নেয়।