শারজায় টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে শ্রীলঙ্কার কাছে টসে হেরে ব্যাট করবে বাংলাদেশ। স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই হারের পর শঙ্কা জেগেছিল সুপার টুয়েলভে জায়গা পাওয়া নিয়ে। তবে পরের দুই ম্যাচে জয়ে সবার আগে গ্রুপ ‘বি’ থেকে পরের পর্বে জায়গা নিশ্চিত করেছিল বাংলাদেশ। আজ তাই নতুন করে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ, চ্যালেঞ্জটা আরও বড় যেখানে।
অবশ্য ম্যাচের আগের দিনই বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো বলেছিলেন, শারজায় মিরপুরকে খুঁজে পাচ্ছেন তিনি। বাংলাদেশ একাদশে এসেছে পরিবর্তন। পেসার তাসকিন আহমেদের জায়গায় দলে নেওয়া হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। বিশ্বকাপে এ ম্যাচেই প্রথমবার খেলছেন নাসুম।
এদেকে, চোটের কারণে সতর্কতা হিসেবে তিকসানার খেলানো হবে না, এ ইঙ্গিত ছিল আগেই। বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা একাদশে নেই রহস্য-স্পিনার মহীশ তিকসানা। বাংলাদেশ যেখানে একজন পেসারকে বসিয়ে খেলাচ্ছে স্পিনারকে, শ্রীলঙ্কা সেখানে তিকসানার জায়গায় দলে নিয়েছে বাঁহাতি পেসার বিনুরা ফার্নান্ডোকে। জায়গা হয়নি আকিলা দনাঞ্জয়ার।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: কুশল পেরেরা, পাথুম নিসাঙ্কা, চরিত আসালাঙ্কা, আভিস্কা ফার্নান্ডো, ভানুকা রাজাপক্ষে, দাশুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিরা করুনারত্নে, দুষ্মন্ত চামিরা, লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্ডো