নিউজিল্যান্ডের বিপক্ষে বল হাতে দারুণ পারফর্ম করার পুরষ্কার পেলেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও তারকা পেসার মুস্তাফিজুর রহমান। আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাদের। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষেও বল হাতে বেশ ছন্দে ছিলেন নাসুম। সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন নিউজিল্যান্ডের বিপক্ষেও। কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ৮টি নিয়েছেন নাসুম। আর এতেই বোলারদের র্যাঙ্কিংয়ে ২৫ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৫তম স্থানে উঠে এসেছেন নাসুম।
বোলারদের মধ্যে উন্নতি করেছেন মুস্তাফিজুর রহমানও। চার ম্যাচে নাসুমের সমান ৮টি উইকেট নেন তিনি। ফলে বোলারদের র্যাঙ্কিং দুই ধাপ এগিয়ে অষ্টম স্থানে রয়েছেন বাংলাদেশ দলের এই তারকা পেসার।
ব্যাটসম্যানদের মধ্যে শেষ ম্যাচে ভালো করায় ৫২৭ রেটিং নিয়ে ২৯তম স্থানে রয়েছেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এবং ৫৭৪ রেটিং নিয়ে ২৪তম স্থানে রয়েছেন ওপেনার নাঈম শেখ।
ব্যাটসম্যানদের মধ্যে ৫৫তম স্থানে রয়েছেন সাকিব আল হাসান। তার রেটিং ৪৫১। ৪৩৬ রেটিং নিয়ে ৬০তম স্থানে রয়েছেন সৌম্য সরকার। এছাড়াও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে আফিফ হোসেনের। কিউইদের বিপক্ষে শেষ ম্যাচে ব্যাট হাতে ৪৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন আফিফ। সেই সুবাধেই ৩৫৫ রেটিং নিয়ে ৯৫তম স্থানে রয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।