বিশকেকে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে রাতে কিরগিজস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচের আগেই বাংলাদেশের গোলকিপিং কোচ লেস ক্লিভলি জানিয়ে দেন, ফিলিস্তিনের চেয়েও কিরগিজদের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে। অন্যদিকে, এই ম্যাচ জিতলেই টুর্নামেন্ট সেরা হবে কিরগিজস্তান। দোলন ওমরজাকিও স্টেডিয়ামে রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।
প্রতিপক্ষের গোলমুখ ভুলে গেছেন বাংলাদেশের ফুটবলাররা। স্ট্রাইকার খুঁজে পাচ্ছেন না কোচ জেমি ডে। জামাল ভূঁইয়ারা সবশেষ জয় পেয়েছেন ৯ ম্যাচ আগে। গত বছর ঢাকায় নেপালের বিপক্ষে জয়টা ছিলো ২-০ ব্যবধানে। এরপর খেলা আট ম্যাচের তিনটি ড্র, হার পাঁচটিতে। এই আট ম্যাচে লাল-সবুজের দল হজম করেছে ১৫ গোল। দিয়েছে মাত্র দু’টি। আজও রক্ষণ সামলানোতেই মনোযোগ থাকবে বাংলাদেশ দলের।
র্যাংকিংয়ে প্রতিপক্ষ দল এগিয়ে ৮৭ ধাপ। রোববার ৮৬ ধাপ এগোনো ফিলিস্তিনের কাছে বাংলাদেশ হেরেছে ২-০ গোলে। ঘরের মাঠে কিরগিজদের বিপক্ষে পরীক্ষাটা তাই আরো কঠিন।
সাফ ফুটবলের প্রস্ততি মাথায় রেখে বাংলাদেশ দল এই ম্যাচে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে।