সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের আগে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জাতীয় দলের কোচ জেমি ডে'কে দুই মাসের ‘ছুটি’ দিয়েছে বাফুফে। এই দুই মাস দলের হাল ধরবেন বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন। বাফুফে ভবনে শুক্রবার বৈঠক শেষে ব্রুজনের হাতে দায়িত্ব দেওয়ার কথা জানান ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।
'আমরা সর্বশেষ নেপাল ও কিরগিজস্তানে দুইটা টুর্নামেন্ট খেলতে গিয়েছিলাম। দুটি টুর্নামেন্টের ফলাফল আশানুরূপ হয়নি। এ নিয়ে একাধিকবার জেমির সঙ্গে আলোচনা করেছি, কিন্তু তার ব্যাখ্যা আমাদের মনঃপুত হয়নি।'
'এসব বিষয় নিয়ে একাধিকবার সভাপতির সঙ্গেও কথা বলেছি। আজকে আমাদের ন্যাশনাল টিমস কমিটির সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। সর্বসম্মতিক্রমে আমরা জেমিকে দুই মাসের জন্য ‘অন্তর্বর্তীকালীন ব্যবস্থায়’ দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছি। এই সময়ে বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন দায়িত্ব পালন করবেন।'
গত মার্চে নেপালের ত্রিদেশীয় সিরিজে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে জিতে শুভসূচনা করা বাংলাদেশ নিজেদের পরের ম্যাচে নেপালের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল। ফাইনালে স্বাগতিকদের কাছে হারে ২-১ ব্যবধানে।
কিরগিজস্তানের ত্রিদেশীয় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে ফিলিস্তিনের বিপক্ষে ২-০ ব্যবধানে হার দিয়ে শুরুর পর স্বাগতিক কিরগিজস্তানের বিপক্ষে হারে ৪-১ গোলে। তৃতীয় ও শেষ ম্যাচে কিরগিজস্তানের অনূর্ধ্ব-২৩ দলের কাছে ৩-২ গোলে হারে জেমির দল।
২০১৮ সালের অগাস্টে বসুন্ধরা কিংসের হাল ধরেন ব্রুজন। এরই মধ্যে দলটির হয়ে দুটি প্রিমিয়ার লিগ, দুটি স্বাধীনতা কাপ ও একটি ফেডারেশন কাপ জিতেছেন এই স্প্যানিশ কোচ। বর্তমান জাতীয় দলেও কিংসের খেলোয়াড়ের সংখ্যা বেশি। ঘরোয়া ফুটবলে ব্রুজনের সাফল্য এবং জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে তার জানাশোনার বিষয়টিও সিদ্ধান্তের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানান নাবিল।
'আগামী ১ অক্টোবর থেকে আমাদের সাফ আছে। কুয়েতে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ের খেলা আছে। এরপর ৮ থেকে ১৭ নভেম্বর শ্রীলঙ্কার চারজাতি টুর্নামেন্টে আমরা অংশ নিব। যেখানে স্বাগতিক শ্রীলঙ্কা, মালদ্বীপ ও সিশেলস আইল্যান্ড অংশ নিবে। এ টুর্নামেন্টে ব্রুজন দায়িত্ব পালন করবেন।'
দুই মাসের জন্য ছুটি দেওয়া হলেও এই সময়ে জেমি চুক্তি অনুযায়ী বেতন-ভাতা পাবেন বলে জানিয়েছেন নাবিল। বাফুফের সঙ্গে জেমির বর্তমান চুক্তি রয়েছে ২০২২ সালের অগাস্ট পর্যন্ত। ২০১৮ সালের জুনে বাংলাদেশ দলের হাল ধরেছিলেন এই ইংলিশ কোচ। এ পর্যন্ত জাতীয় জেমির অধীনে জাতীয় দল ম্যাচ খেলেছে ২৯টি। তার মধ্যে ৯টিতে জিতেছে, ড্র করে ৫টিতে; বাকি ১৫টিতে হার।