আইপিএলে খেলতে সাকিব আল হাসান ঢাকা ছেড়েছিলেন গত রোববার। এরপর থেকে ছিলেন কোয়ারেন্টাইনে। তার মেয়াদ শেষ হলো আজ। শেষ করেই আর কালবিলম্ব করেননি, নেমে পড়েছেন কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনে।
গত রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন সাকিব। দুবাইয়ে পা রাখতেই বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হয় তাকে। সেখানে কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে পাঁচ দিন। তা শেষ হয়েছে আজ। এরপরই অনুশীলনে চলে এসেছেন তিনি।
অনুশীলনে ফিরতেই সাকিবকে বরণ করে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে পোস্টও করেছে তারা। আইপিএলের চলতি আসরে সময়টা অবশ্য ভালো কাটেনি সাকিবের। সুযোগ পেয়েছেন মোটে তিন ম্যাচে, উইকেট নিয়েছেন দুটো, আর রান করেছেন মাত্র ৩৮। সে ভাগ্য যে বদলাতে চাইবেন বাকি অংশে, এটা বলাই বাহুল্য।