ক্রিকেট ম্যাচে জয়-পরাজয়ে নতুন বলের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ বলে জানান, বাংলাদেশ দলের অফ স্পিনার মেহেদী হাসান। আর স্বাগতিকদের বিপক্ষে কঠিণ পরীক্ষা দিতে হবে বলে মনে করেন নিউজিল্যান্ডের স্পিনার আজাজ প্যাটেল।
অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারানো সিরিজে পাঁচ উইকেট শিকার করেছিলেন বাংলাদেশের তরুণ অফ স্পিনার মেহেদী হাসান। সামনে কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি- টোয়েন্টি সিরিজেও তার হাতে নতুন বল ওঠার সম্ভাবনা প্রবল। পাওয়ার প্লেতে ব্যাটসম্যানরা চেষ্টা করেন দ্রুতগতিতে রান তুলতে। তাই বোলারদের থাকতে হয় চরম সতর্ক। রোববার অনুশীলনের পর মেহেদী জানান, জয়-পরাজয়ে নতুন বলের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ‘নতুন বলে বল করতে অনেক রোমাঞ্চ আছে ঠিকই কিন্তু টি- টোয়েন্টি ক্রিকেট মাঝে মাঝে মার খেলে তো ইনজয়টা আবার থাকে না। এই ফরমেটে অনেক চিন্তা-ভাবনা করে বল করতে হয়। শর্ট টাইমের খেলা, ইনস্ট্যান্ট অনেক সিদ্ধান্ত নিতে হয়। এক্ষেত্রে নতুন বলের রোলটা অনেক গুরুত্বপূর্ণ। এতে যদি আমি সাকসেস হতে পারি তাহলে দলের জন্য ভালো। একটা ওভার ভালো করতে পারলে প্রতিদ্বন্দ্বী দলের চেয়ে একটি ওভার সুবিধাজনক অবস্থানে থাকা যায়।’
এদিকে, টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের মাঠে কঠিন পরীক্ষাই দিতে হবে বলে জানান কিউই স্পিনার আজাজ প্যাটেল। তিনি বলেন, মিরপুরের উইকেট স্পিনারদের সহায়তা দিলেও পরীক্ষাটা তাদের জন্য কঠিন হবে। কেননা এই কন্ডিশনে খেলে অভ্যস্ত টাইগাররা।
তিনি বলেন, ‘স্পিনাররা এমন কন্ডিশন পেলে অবশ্যই রোমাঞ্চিত হবেন। তবে আমাদের এটা মাথায় রাখতে হবে যে বাংলাদেশ অনেক ভালো স্পিন খেলে। আর আমরা খেলতে এসেছি তাদের মাঠে। তাই বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সবসময় মোমেন্টাম ধরে রাখতে হবে।’
আগামী ১ সেপ্টেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিকেল চারটায় শুরু হবে বাংলাদেশ ও নিউজিল্যারন্ডর মধ্যকার পাঁচ ম্যাচের টি- টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি।