লর্ডস টেস্টের চতুর্থ দিন শেষে স্বাগতিক ইংল্যান্ডের চেয়ে ১৫৪ রানে এগিয়ে ভারত। হাতে আছে ৪ উইকেট। টেস্টের চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১৮১ রান। বড় লিড পেতে ভারত তাকিয়ে রিশাভ পান্টের দিকে। লর্ডস টেস্টের শেষ দিনটি তাই রোমাঞ্চকরই হতে যাচ্ছে।
প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লোকেশ রাহুল দ্বিতীয় ইনিংসে ৫ রানেই বিদায় নেন। রোহিত ফেরেন ২১ রান করে। দুইজনেই মার্ক উডের শিকার হন। ৩১ বলে ২০ রান করে স্যাম কারানের শিকার হন বিরাট কোহলি। ৫৫ রানে ৩টি উইকেট হারায় ভারত। চতুর্থ উইকেটে ১০০ রানের জুটি গড়েন চেতেশ্বর পূজারা ও আজিঙ্কা রাহানে।
২০৬ বলে ৪৫ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন পূজারা। তাকে শিকার করে এই জুটি ভাঙেন উড। তারপর দ্রুতই রাহানে ও রবীন্দ্র জাদেজাকে সাজঘরের পথ দেখান মঈন আলি। ১৭৫ রানে ৬ উইকেট হারায় ভারত।
ইশান্ত শর্মাকে সাথে নিয়ে দিনের বাকিটা সময় কাটিয়েছেন পান্ট। ২৯ বলে ১৪ রানে অপরাজিত আছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। শেষ দিনে বৃষ্টির বাগড়া না আসলে রোমাঞ্চকর ইতি টানতে যাচ্ছে লর্ডস টেস্ট।
আগে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে ভারত সংগ্রহ করেছিল ৩৬৪ রান। সেঞ্চুরি হাঁকিয়ে ১২৯ রান করেন রাহুল। আরেক ওপেনার রোহিত শর্মা করেছিলেন ৮৩ রান। এছাড়া কোহলি ৪২, জাদেজা ৪০ ও পান্ট ৩৭ রান করেন। ইংল্যান্ডের পক্ষে ৫টি উইকেট পান জেমস অ্যান্ডারসন এবং ২টি করে উইকেট পান ওলি রবিনসন ও মার্ক উড।
ইংল্যান্ডের প্রথম ইনিংসে ১৮০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন জো রুট। জনি বেয়ারস্টো ৫৭ রান ও ররি বার্নস ৪৯ রান করেন। ইংল্যান্ড অলআউট হয় ৩৯১ রানে। প্রথম ইনিংসে তারা পায় ২৭ রানের লিড। ভারতের পক্ষে মোহাম্মদ সিরাজ ৪টি উইকেট নেন।