প্রায় ৩০ বছর পর আবার চালু হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। এবার পুরস্কারের নামকরণ করা হয়েছে 'শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার' হিসেব। সাত ক্যাটাগরিতে এই পুরস্কার দেয়া হবে বৃহস্পতিবার। আজ বুধবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল অনলাইনে জাপানের টোকিও থেকে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।
আগামীকাল শহীদ শেখ কামালের জন্মদিনের দিন পুরস্কারপ্রাপ্তরা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পুরস্কার গ্রহণ করবেন। ভার্চুয়ালি যুক্ত থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাত ক্যাটাগরিতে ১০ জন ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠান পুরস্কার পাবেন। পুরস্কারপ্রাপ্তরা ১ লক্ষ টাকা ও সম্মাননা স্মারক পাবেন।
জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারের জন্য আবেদন আহ্বান করে। আবেদনগুলো জাতীয় ক্রীড়া পরিষদের পুরস্কার যাচাই-বাছাই কমিটি সংক্ষিপ্ত তালিকা করে। সেই তালিকা থেকে পুর্ণাঙ্গ কমিটি কিছু অনুমোদন কমিটি চূড়ান্ত করে।
শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার
১. আজীবন সম্মাননা- কাজী মোঃ সালাউদ্দিন
২. ক্রীড়াবিদ- মাহফুজা খাতুন শিলা (সাঁতার), রোমান সানা (আরচ্যারি), মাবিয়া আক্তার সীমান্ত (ওয়েটলিফটিং)।
৩. ক্রীড়া সংগঠক- মনজুর কাদের, ক্য শৈ ল হ্ন
৪. উদীয়মান ক্রীড়াবিদ- আকবর আলী (ক্রিকেট), ফাহাদ রহমান (দাবা), উন্নতি খাতুন (ফুটবল)
৫. ফেডারেশন/অ্যাসোসিয়েশন/সংস্থা- বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
৬. ক্রীড়া সাংবাদিক- মুহাম্মদ কামরুজ্জামান।
৭. পৃষ্ঠপোষক- ওয়ালটন।