দুই সপ্তাহের জমাট লড়াইয়ের পর গতকাল রবিবার শেষ হয়েছে শতাব্দীর সবচেয়ে চ্যালেঞ্জিং অলিম্পিক গেমস। বৈশ্বিক মহামারীর অসম্ভব এক চোখ রাঙানীকে উপেক্ষা করে শেষ পর্যন্ত বড় কোন অঘটন ছাড়াই শেষ হয়েছে টোকিও গেমস। এজন্য আয়োজক জাপান অবশ্যই ধন্যবাদ পাবার যোগ্য।
প্রথমবারের মত দর্শকশুন্য পরিবেশে আয়োজিত গেমসে খেলোয়াড়রা সবচেয়ে বেশী মিস করেছে সমর্থকদের উচ্ছসিত সমর্থন। তবুও বেশ কিছু নতুন বিশ্ব রেকর্ডে টোকিও গেমস সমৃদ্ধ হয়েছে।
টোকিও গেমসে নতুন বিশ্ব রেকর্ডের তালিকা :
এ্যাথলেটিক্স : পুরুষদের ৪০০ মিটার হার্ডলস
কার্স্টেন ওয়ারহোম (নরওয়ে) : ৪৫.৯৪ সেকেন্ড
পূর্বের রেকর্ড : কার্স্টেন ওয়ারহোম : ৪৬.৭০ সেকেন্ড
নারীদের ৪০০ মিটার হার্ডলস
সিডনি ম্যাকলাফলিন (অস্ট্রেলিয়া) : ৫১.৪৬ সেকেন্ড
পূর্বের রেকর্ড : সিডনি ম্যাকলাফলিন (অস্ট্রেলিয়া) : ৫১.৯০ সেকেন্ড
নারীদের ট্রিপল জাম্প :
ইউলিয়াম রোয়াস (ভেনেজুয়েলা) : ১৫.৬৭ মিটার
পূর্বের রেকর্ড : ইনেসা ক্রাভেটস (ইউক্রেন) : ১৫.৫০ মিটার
সাইক্লিং : পুরুষদের টিম পারস্যুট
ফ্রান্সেসকো লেমন, সিমোনে কনসোনি, জোনাথন মিলান, ফিলিপো গানা (ইতালি) : ৩:৪২.০৩২ সেকেন্ড
পূর্বের রেকর্ড : ফ্রান্সেসকো লেমন, সিমোনে কনসোনি, জোনাথন মিলান, ফিলিপো গানা (ইতালি) : ৩:৪৪.৩০৭ সেকেন্ড
নারীদের টিম স্প্রিন্ট :
সানজু বাও ও টিয়ানশি জং (চায়না) : ৩১.৮০৪ সেকেন্ড
পূর্বের রেকর্ড : জিনজি গং ও জিয়ানশি জং (চায়না) : ৩২.০৩৪ সেকেন্ড
নারীদের টিম পারস্যুট :
ফ্রানজিসকা ব্রস, লিসা ব্রেনার, লিসা ক্লেইন, মিয়েকে ক্রোয়েগার (জার্মানী) : ৪:০৪.২৪২ সেকেন্ড
পূর্বের রেকর্ড : ফ্রানজিসকা ব্রস, লিসা ব্রেনার, লিসা ক্লেইন, মিয়েকে ক্রোয়েগার (জার্মানী) : ৪:০৬.১৬৬ সেকেন্ড
রোয়িং : নারীদের পেয়ার
গ্রেস প্রেন্ডারগাস্ট, কেরি গোলার (নিউজিল্যান্ড) : ৬:৪৭.৪১ সেকেন্ড
পূর্বের রেকর্ড : মারিয়া কিরিডু ও ক্রিস্টিনা ইয়োনা বুরপু (গ্রীস) : ৬:৪৮.৭০ সেকেন্ড
নারীদের লাইটওয়েট ডাবল স্কালস :
ভ্যালেন্টিনা রোডিনি ও ফেডেরিকা সিজারিনি (ইতালি) : ৬:৪১.৩৬ সেকেন্ড
পূর্বের রেকর্ড : এমিলি ক্রেইগ ও ইমোগেন গ্র্যান্ড (গ্রেট ব্রিটেন) : ৬:৪১.৯৯ সেকেন্ড
পুরুষদের লাইটওয়েট ডাবল স্কালস :
ফিনটান ম্যাককার্থি ও পল ও’ডোনোভান (আয়ারল্যান্ড) : ৬:০৫.৩৩ সেকেন্ড
পূর্বের রেকর্ড : জেমস থম্পসন ও জন স্মিথ (দক্ষিণ আফ্রিকা) : ৬:০৫.৩৬ সেকেন্ড
নারীদের কোয়াড্রাপল স্কালস :
যুনজিয়া চেন, লিং জ্যাং, ইয়াং লু, জিয়াওটং কুই (চায়না ) : ৬:০৫.১৩ সেকেন্ড
পূর্বের রেকর্ড : আনেক্যাটরিস থিয়েলে, কানিরা বায়ের, জুলিয়া লায়ার, লিসা শিমিডলা (জার্মানী) : ৬:০৬.৮৪ সেকেন্ড
পুরুষদের কোয়াড্রাপল স্কালস :
লুকাস থিওডোর, ড্রিক উটিনবোগার্ড, আবে উইরেসমা, টোন উইটেন, কোয়েন মেটসেমেকার্স (নেদারল্যান্ড) : ৫:৩২.০৩ সেকেন্ড
পূর্বের রেকর্ড : ডিমিত্রো মাখে, আর্টেম মোরোকোঝ, ওলেক্সান্দার নাদোকা, ইভান ডোহোডকো (ইউক্রেন) : ৫:৩২.২৬ সেকেন্ড
নারীদের এইট-রিপিচেজ
রোমিনায়া : ৫:৫২.৯৯ সেকেন্ড
পূর্বের রেকর্ড : যুক্তরাষ্ট্র : ৫:৫৪.১৬ সেকেন্ড
শ্যুটিং : পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন
চ্যাংগং জ্যাং (চায়না) : ৪৬৬.০ পয়েন্ট
পূর্বের রেকর্ড : হায়োরান ইয়াং (চায়না) : ৪৬৫.৩ পয়েন্ট
স্পোর্ট ক্লাইম্বিং :
আলেক্সান্দ্রা মিরোস্লাভ (পোল্যান্ড) : ৬.৮৪ সেকেন্ড
পূর্বের রেকর্ড : ইউলিয়া কাপলিনা (রাশিয়া) : ৬.৯৬ সেকেন্ড
সাঁতার: নারীদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোক
টাটজানা শ্যুমেকার (দক্ষিণ আফ্রিকা) : ২:১৮.৯৫ সেকেন্ড
পূর্বের রেকর্ড : রিকি মোলার পিডারসেন (ডেনমার্ক) : ২:১৯.১১ সেকেন্ড
নারীদের ৪ গুণিতক ১০০ মিটার ফ্রিস্ট্রাইল রিলে
ব্রোন্টে ক্যাম্পবেল, মেগ হ্যারিস, এমা ম্যাককেওন, কেট ক্যাম্পেবেল (অস্ট্রেলিয়া) : ৩:২৯.৬৯ সেকেন্ড
পূর্বের রেকর্ড : শায়ানা জ্যাক, ব্রোন্টে ক্যাম্পবেল, এমা ম্যাককেওন, কেট ক্যাম্পবেল (অস্ট্রেলিয়া) : ৩:৩০.০৫ সেকেন্ড
নারীদের ৪ গুণিতক২০০ মিটার ফ্রিস্ট্রাইল রিলে
জুনজুয়ান ইয়াং, মুহান ট্যাং, ইউফে ঝ্যাং, বিনজি লি (চায়না) : ৭:৪০.৩৩
পূর্বের রেকর্ড : আরিয়ারনে টিটমাস, ম্যাডিসন উইলসন, ব্রিয়ান্না থ্রোসেল, এমা ম্যাককেওন (অস্ট্রেলিয়া) : ৭:৪১.৫০ সেকেন্ড
পুরুষদের ১০০ মিটার বাটারফ্লাই
কায়েলেব ড্রেসেল (যুক্তরাষ্ট্র) : ৪৯.৪৫ সেকেন্ড
পূর্বের রেকর্ড : কায়েলেব ড্রেসেল (যুক্তরাষ্ট্র) : ৪৯.৫০ সেকেন্ড
পুরুষদের ৪ গুণিতক ১০০ মিটার মিডলে রিলে
রায়ান মার্ফি, মাইকেল এন্ড্রু, কায়েলেব ড্রেসেল, জ্যাক এ্যাপেল (যুক্তরাষ্ট্র) : ৩:২৬.৭৮ সেকেন্ড
পূর্বের রেকর্ড : এ্যারন পিয়ারসল, এরিক শান্টে, মাইকেল ফেল্পস, ডেভিড ওয়াল্টার্স (যুক্তরাষ্ট্র) : ৩:২৭.২৮ সেকেন্ড
মিক্সড ৪ গুণিতক ১০০ মিটার মিডলে রিলে
ক্যাথলিন ডওসন, এ্যাডাম পিটি, জেমস গাই, আন্না হপকিন (গ্রেট ব্রিটেন) : ৩:৩৭.৫৮ সেকেন্ড
পূর্বের রেকর্ড : জিয়ায়ু জু, জিবেই ইয়ান, ইউফে ঝ্যাং, জুনজুয়ান ইয়াং (চায়না) : ৩:৩৮.৪১ সেকেন্ড
ভারোত্তোলন : পুরুষদের ১০৯+ কেজি স্ন্যাচ
লাশা টালাখাজে (জর্জিয়া) : ২৩৩ কেজি
পূর্বের রেকর্ড : লাশা টালাখাজে (জর্জিয়া) : ২২২ কেজি
পুরুষদের ১০৯+ ক্লিন এন্ড জার্ক
লাশা টালাখাজে (জর্জিয়া) : ২৬৫ কেজি
পূর্বের রেকর্ড : লাশা টালাখাজে (জর্জিয়া) : ২৬৪ কেজি
পুরুষদের সর্বমোট ১০৯+ কেজি
লাশা টালাখাজে (জর্জিয়া) ৪৮৮ কেজি
পূর্বের রেকর্ড : লাশা টালাখাজে (জর্জিয়া) ৪৮৫ কেজি