২০১৭ সালে একবার ইতিহাস লেখার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ জয়ের সে সুযোগ এসেছিল টেস্ট ক্রিকেটে। তবে ঢাকা টেস্ট ২০ রানে জিতলেও দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট চট্টগ্রামে ৭ উইকেটে হেরে যায় টাইগাররা। ৪ বছর পর আবার সে সুযোগ এসেছে লাল-সবুজের প্রতিনিধিদের সামনে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচই জিতে নিয়েছে বাংলাদেশ। এবার সিরিজ জয়ের অপেক্ষা।
ওই অপেক্ষা আর বাড়াতে চায় না টাইগাররা। আগামীকাল শুক্রবার (৬ আগস্ট) সিরিজের তৃতীয় ম্যাচ জিতেই আনুষ্ঠানিকতা সারতে চায় অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দল। বুধবার দ্বিতীয় ম্যাচ জয়ের পর বেশ আত্মবিশ্বাস নিয়ে এমন কথাই শোনান অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব।
ভিডিও বার্তায় আফিফ বলেন, ‘অবশ্যই আমাদের প্রতি ম্যাচ নিয়ে চিন্তা থাকে। এখন সামনের ম্যাচ নিয়েও চিন্তা রাখছি। ওই ম্যাচ জিতলে সিরিজটাও আমাদের পক্ষে আসবে। ইনশাআল্লাহ চেষ্টা থাকবে সামনের ম্যাচও জেতার।’
অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারানোর ম্যাচের আফিফ। ৩১ বলে ৩৭ রানের হার না মানা এক ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি। পান ম্যাচ সেরার পুরস্কারও।
এদিন আগে ব্যাট করে স্কোর বোর্ডে মাত্র ১২১ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। এই রান তাড়া করতে নেমে গলদঘর্ম অবস্থা হয় বাংলাদেশ দলেরও। মূলত স্লো উইকেটের কারণে পরীক্ষা দিতে হচ্ছে ব্যাটসম্যানদের।
আফিফ বলেন, ‘আসলে এখানে হোম কন্ডিশনে অবশ্যই বোলিংয়ের একটা সুবিধা থাকে। আমাদের বোলাররা সেই হোম কন্ডিশনের সুবিধাটা ভালোভাবে কাজে লাগাচ্ছে। মুস্তাফিজ ভাই ও শরিফুল, উইকেটের যে কন্ডিশন তার সঙ্গে খুব ভাল অ্যাসেস করতে পেরেছে। উইকেটের কন্ডিশন অনুযায়ী বোলিং করায় তারা খুব ভালো করেছে। এছাড়া আমাদের ফিল্ডিং, ব্যাটিংও খুব ভাল হচ্ছে বলে পুরো টিম এফোর্ট হচ্ছে।’