মিরপুরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হার, দ্বিতীয় ম্যাচে টস জিতে বড় স্কোর গড়ার জন্য ব্যাটিংই বেছে নেয় অজিরা।
তবে খুব একটা সুবিধা করতে পারেনি তারা। দলের ৩১ রানেই দুই ওপেনারকে বিদায় করে সফরকারীদের চাপে ফেলে টাইগাররা। মেহেদী হাসানকে তুলে মারতে গিয়ে মিড-অনে ক্যাচে পরিণত হন অ্যালেক্স ক্যারি। ১৩ রানে প্রথম ব্রেক থ্রু পায় বাংলাদেশ। আগেরদিনের মতো এদিনও প্রথম আঘাতটা মেহেদীরই।
প্রথম ওভারেই জাদু দেখান মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টারের অবিশ্বাস্য এক ডেলিভারিতে বোকা বনে যান অস্ট্রেলিয়ান ওপেনার গ্লেন ফিলিপে। মিচেল মার্শ খুঁটি হয়ে দাঁড়ালেও অজিদের রান তোলার গতি নিয়ন্ত্রণেই রাখে বাংলাদেশী বোলাররা। ২৫ বলে ৩০ রান করা হেনড্রিক্সের উইকেট শিকার করেন সাকিব আল হাসান। শেষ খবর পাওয় পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ, ৪ উইকেটে ৯৯ রান।