স্বাগতিক দেশ জাপানের হয়ে টোকিও অলিম্পিক থেকে প্রথম স্বর্ণপদক জিতেছেন তাকাতো নাওহিশা। পুরুষ অনূর্ধ-৬০ কেজি ওজন শ্রেণীতে তিনি চাইনিজ তাইপের ইয়ং ইয়ুংকে হারিয়ে জাপানকে প্রথম স্বর্ণ জয়ের আনন্দে ভাসান।
২০১৬ সালে রিও অলিম্পিকে তাকাতো নাওহিশা ব্রৌঞ্জ জিতেছিলেন। এবার টোকিওর নিপ্পন বুদুকানে তিনি গোল্ড জয় করেন। স্বর্ণজয়ের পর উচ্ছ্বসিত তাকাতো নাওহিশা জানান, 'গত ৫ বছর আমি ব্রোঞ্জ জয়ী ছিলাম। স্বর্ণজয় যে কঠিন সেটি আমি ঠিকই বুঝতাম।'
তিনি আরো বলেন যে, টোকিওতেই স্বর্ণপদক জয়ের স্বপ্ন আমি এতোদিন লালন করে এসেছি।
তবে ৫ বছর আগে, রিও অলিম্পিকেও স্বর্ণপদক জয়ের ফেভারিট ছিলেন জাপানের তাকাতো নাওহিশা। কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে তাকে ব্রৌঞ্জ জিতেই তুষ্ট থাকতে হয়েছিলো। তিনবাবের বিশ্ব চ্যাম্পিয়ন এবার আর হতাশ হননি। জয়ের আনন্দ নিয়েই ঘরে ফেরেন।