সাম্বা ম্যাজিক আর নেইমার জাদুতে কোপা আমেরিকা ফুটবলের ফাইনালে উঠে গেলো ব্রাজিল। প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে পেরুকে হারালো সেলেসাওরা ১-০ গোলে। এতে ২১তম বার কোপার ফাইনালে তিতের দল। এর আগে ২০ বার ফাইনাল খেলে নয়বার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। এবার তাদের সামনে ১০ম বার শিরোপা জয়ের হাতছানি। প্রতিপক্ষ আর্জেন্টিনা-কলম্বিয়ার মধ্যকার বিজয়ী দল।
প্রতিযোগিতার ফেভারিট ব্রাজিল রিও ডি জেনিরোর নিলটন সান্টোস স্টেডিয়ামে খেলার শুরু থেকেই পেরুর উপর আক্রমণের ঝড় তোলে। নেইমার, লুকাস পাকুয়েতা, ক্যাসেমিরোরা পরীক্ষা নিতে থাকেন পেরুর রক্ষণভাগের। তবে সব আক্রমণ ব্যর্থ হয়ে ফিরছিলো পেরুর গোলকিপার পেড্রো গ্যালেজের দৃঢ়তায়।
সাফল্য পায় সেলেসাওরা খেলার ৩৫ মিনিটে। নেইমারের পাস থেকে দলকে এগিয়ে দেন লুকাস পাকুয়েতা। বল নিয়ে পেরুর বক্সে ঢুকে নেইমার তিন ডিফেন্ডারের মাঝখান দিয়ে অরক্ষিত পাকুয়েতাকে পাস দেন। জোরালো শটে বল জালে জড়িয়ে দিলেন তিনি। ১-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল।
প্রথমার্ধে আরো গোলের সম্ভাবনা জাগিয়েও ব্যর্থ হয় সেলেসাওরা। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল।
পিছিয়ে থেকে রক্ষণ খোলস ছেড়ে বেরিয়ে গোল পরিশোধের চেষ্টা করতে থাকে পেরু। দ্বিতীয়ার্ধে শুরু থেকেই ব্রাজিলের রক্ষণে চাপ বাড়াতে থাকে তারা। বেশ কয়েকবার তা সামাল দিতে হয় এডারসনকে। তবে গোল হয়নি। শেষ পর্যন্ত কোনো দল আর গোল না পেলে ১-০-র জয়েই মাঠ ছাড়ে বিশ্বকাপের পেন্টাজয়ীরা।