টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। তবে আনুষ্ঠানিক ঘোষণার আগে তার এই ভাবনা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার (৯ জুলাই) হারারে টেস্টের তৃতীয় দিনের খেলা শুরুর আগে টিম মিটিংয়ে রিয়াদ সতীর্থদের এই টেস্ট শেষেই টেস্ট হতে যাওয়ার কথা জানান। এরপর বিষয়টি জানাজানি হলে রিয়াদকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।
৩৫ বছর বয়সী মাহমুদুল্লাহ রিয়াদ বর্তমানে টি-টোয়েন্টি দলের অধিনায়ক। ওয়ানডে দলেও নিয়মিত সদস্য। তবে গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলার পর এই দলে ব্রাত্য হয়ে পড়েন। এরপর টেস্ট দলে রিয়াদকে অন্তর্ভুক্তির বিষয়ে প্রচুর আলোচনা-সমালোচনা হয়। জিম্বাবুয়ে সফরের টেস্ট দলেও ছিলেন না রিয়াদ। মূল দল ঘোষণার ২ দিন পর অন্তর্ভুক্ত করা হয় রিয়াদকে।
দীর্ঘ ১৭ মাস পর হারারে টেস্টে একাদশে সুযোগ পেয়ে রিয়াদই হয়ে ওঠেন বাংলাদেশ দলের ত্রাতা। টস জিতে ব্যাট করতে নেমে দল পড়ে ব্যাটিং বিপর্যয়ে। ৮ নম্বরে ব্যাট করতে নেমে রিয়াদ খেলেন ১৫০ রানের অপরাজিত ইনিংস। তাসকিন আহমেদের সাথে ১৯১ রানের রেকর্ড গড়েন ৯ম উইকেটে, যা দলকে এনে দেয় ৪৬৮ রানের পুঁজি।
এই ইনিংস দিয়ে নিজেকে নতুন করে প্রমাণ করেছিলেন রিয়াদ। তাকে টেস্ট দল থেকে বাদ দেওয়া যে সঠিক সিদ্ধান্ত ছিল না, সেই বার্তাই যেন দিয়েছে তার ব্যাট। তবে ম্যাচ চলাকালেই রিয়াদের অবসরের সিদ্ধান্তে যেন বিষাদের ছায়া পড়েছে, যদিও রিয়াদের পক্ষ থেকে এখনও অবসরের চূড়ান্ত বা আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। বিসিবির আহ্বানে শেষপর্যন্ত রিয়াদ সিদ্ধান্ত পরিবর্তন করেছেন কিনা সেটাও জানা যায়নি।