কোয়ার্টার ফাইনালের আগেই টোকিও অলিম্পিকে আরচ্যারির রিকার্ভের মিশ্র দ্বৈত থেকে বিদায় নিল বাংলাদেশ। অলিম্পিকের প্রথম দিনে ইভেন্টে, রোমান সানা ও দিয়া সিদ্দিকী জুটি হিসেবে ১৬তম হয়ে চূড়ান্ত পর্বে পৌঁছান। নিয়মানুসারে বাছাইপর্বের সর্বশেষ দলটির সঙ্গে প্রথম রাউন্ডে মুখোমুখি হয় শীর্ষ দল। তাতে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ সেট পয়েন্টে হেরে ছিটকে যান রোমান-দিয়া।
কঠিন প্রতিপক্ষ ছিল কোরিয়া। র্যাঙ্কিং রাউন্ডেই রীতিমতো অপ্রতিরোধ্য ছিল তারা। বাছাইয়ে ১৩৬৮ পয়েন্ট পেয়ে প্রথম হয় কোরিয়া। এই দলে আছেন কিম জে দিওক ও ৬৮০ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে প্রথম হওয়া আন সান। ফলে টোকিও অলিম্পিক গেমস আরচ্যারির মিশ্র দলগত ইভেন্টে যে বাংলাদেশের যাত্রাটা বেশি দূরের নয় সেটা আগেই আঁচ করা যায়। প্রথম সেটে কোরিয়া স্কোর করেছে ৩৮, বাংলাদেশ ৩০।
দ্বিতীয় সেটে কোরিয়ার স্কোর ৩৫ এবং বাংলাদেশের ৩৩। তৃতীয় সেটে তুমুল লড়াই করেন রোমান-দিয়া। কোরিয়ার ৩৯ এর বিপরীতে বাংলাদেশের স্কোর ছিল ৩৮। কিন্তু তাতে গেমসে ফেরার সুযোগ ছিল না। পরপর তিন সেট হারার পর বিদায় নিশ্চিত হয় বাংলাদেশের। ৬-০ সেট পয়েন্টে রোমান-দিয়াকে হারিয়ে পরের রাউন্ডে ওঠে দক্ষিণ কোরিয়া।
রোমান-দিয়ার লড়াইটা অবশ্য এখনই শেষ হয়ে যায়নি। মিশ্র রিকার্ভ শেষ হয়ে গেলেও এখনো বাকি রয়েছে একক ইভেন্ট। যেখানে আগামী ২৭ জুলাই পুরুষ এককে লড়বেন রোমান সানা আর নারী এককে দিয়া সিদ্দিকী।