দুই আবাহনীর লড়াইয়ে জয় পেয়েছে ঢাকা। চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়েছে ঢাকার জায়ান্টরা। কর্দমাক্ত ও পিচ্ছিল মাঠে খেলার স্বাভাবিক গতি ছিলো না। বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে ঘাম ছুটল দুই দলের। এরই মাঝে সানডে চিজোবা ও মামুনুল ইসলাম উপহার দিলেন দারুণ গোল। প্রিমিয়ার লিগে দশম জয় তুলে নিল ঢাকা আবাহনী। এই দুই দলের প্রথম পর্বের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, খেলার শুরুতেই আবাহনীকে চমকে দিয়েছিল চট্টগ্রামের দলটি। তবে লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বাঁচে ঢাকার দলটি। দ্বিতীয় মিনিটে কর্নার বিপদমুক্ত করার পর নাসিরুল ইসলামের ক্রসে বক্সের ঠিক সামনে থেকে নিক্সন গুইলের্মের ভলি বেরিয়ে যায় ক্রসবারের উপর দিয়ে।
২৪ মিনিটে রায়হানের থ্রু থেকে সুযোগ পেয়েছিলেন জুয়েল। কিন্তু বক্সের ভেতর থেকে তার শট দূরের পোস্টের বাইরে দিয়ে গেলে গোলের জন্য অপেক্ষা বাড়ে ঢাকা আবাহনীর।
প্রিমিয়ার লিগে ছয়বারের চ্যাম্পিয়ন আবাহনী গোল পায় ৩৪ মিনিটে। রাফায়েল অগাস্তোর ক্রসের বল বুক দিয়ে নামিয়ে বাঁ পায়ের জোরালো শটে জাল খুঁজে নেন চিজোবা। নাইজেরিয়ান ফরোয়ার্ডের গায়ের সঙ্গে সেঁটে থাকলেও প্রতিরোধ গড়তে পারেননি ডিফেন্ডার নাসিরুল।
তিন মিনিট পর নাসিরুল বিপদ বাড়াতে বসেছিলেন আরও। বল ক্লিয়ার করতে গিয়ে জড়িয়ে দিচ্ছিলেন নিজেদের জালে। পোস্টে লেগে তা ফিরে আসায় ব্যবধান বাড়েনি। ৩৯ মিনিটে অগাস্তোর কর্নারে মাসিহ সাইঘানির হেড ফেরান নাসিরুল।
৫২ মিনিটে মানিক মোল্লার বল ক্লিয়ার করার চেষ্টায় মামুনুলের পায়ে লাগার পর বক্সে পেয়ে যান চিজোবা। তার ফিরতি পাস পেয়ে ডি-বক্সের একটু উপর থেকে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন মামুনুল।
এতে ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে আবাহনী। ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। ২৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে চট্টগ্রাম আবাহনী।