টাইব্রেকারে উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকা কাপ ফুটবলের সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হলো কলম্বিয়া। হাড্ডাহাড্ডি কোয়ার্টার ফাইনালে নির্ধারিত সময়ে গোলের সুযোগ হাতছাড়া করার খেসারত দিতে হল লুইস সুয়ারেজদের। হেরে বিদায় নিল উরুগুয়ে। ডেভিড ওসপিনার বিশ্বস্ত হাতে ভর করে উচ্ছ্বাসের জোয়ারে ভেসে সেমিফাইনালে পৌঁছল কলম্বিয়া।
টাইব্রেকারে যেন অতিমানব হয়ে উঠলেন কলম্বিয়ার গোলরক্ষক ডেভিড ওসপিনা। উরুগুয়ের জোসে মারিয়া গিমেনেজ ও মাতিয়াস ভিনার শট বাঁচিয়ে নায়ক হলেন তিনি। ম্যাচেও একাধিকবার দলের নিশ্চিত পতন রুখে দিয়ে নিজের অভিজ্ঞতার দাম দিলেন কলম্বিয়ার গোলরক্ষক। অন্যদিকে গোটা ম্যাচে ভাল খেলেও টাইব্রেকারে কলম্বিয়ার কোনও শট বাঁচাতে না পারার আক্ষেপ থাকবে উরুগুয়ের গোলরক্ষক ফের্নান্দো মুসরেলার।
ম্যাচে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তারকা ফুটবলার লুইস সুয়ারেজ ও এডিনসন কাভানি। শেষে টাইব্রেকারে স্পট কিক থেকে গোল করেও দলকে জেতাতে না পারায় হতাশা নিয়েই মাঠ ছাড়েন উরুগুয়ের এই দুই তারকা। হতাশায় মুখ ঢাকেন উরুগুয়ের বাকি ফুটবলাররাও।
ব্রাসিলিয়ায় কোপা আমেরিকার তৃতীয় কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল উরুগুয়ে। লুইস সুয়ারেজ, এডিনসন কাভানিকে সামনে খেলিয়ে ৪-৩-১-২ ছকে দল সাজিয়েছিলেন কোচ অস্কার তাবারেজ। ফলে প্রথম থেকেই আক্রমণ শুরু উরুগুয়ের। অন্যদিকে রক্ষণভাগকে আঁটোসাঁটো রেখে প্রতি আক্রমণে উঠে প্রতিপক্ষকে ছত্রভঙ্গ করে দেওয়ার পরিকল্পনা তৈরি করে কলম্বিয়া। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে দুই দলের লড়াইটা আরো জমে ওঠে। একে অপরের ওপর আক্রমণ চালাতে থাকে উরুগুয়ে ও কলম্বিয়া। বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করেন লুইস সুয়ারেজ, এডিনসন কাভানিরা। অন্যদিকে দুভান জাপাতা, লুইস মুরিয়েল, লুইস দিয়াসরাও বেশ কয়েকটি সুযোগকে গোলে পরিণত করতে ব্যর্থ হন। নির্ধারিত ৯০ মিনিট তো বটেই, অতিরিক্ত সময়েও গোল না হওয়ায় খেলা টাইব্রেকারে গড়ায়।
টাইব্রেকারে চারটি শটই গোলে রাখে কলম্বিয়া। অন্যদিকে দুইবার গোল করতে ব্যর্থ হয় উরুগুয়ে। গোলকিপারের দৃঢ়তায় ৪-২ গোলের জয়ে সেমিফাইনালে আর্জেন্টিনার অপেক্ষায় থাকে কলম্বিয়া।