আগের ম্যাচে দাপুটে জয়ে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেই তাই সিরিজ জয়ের হাতছানি, সঙ্গে বিশ্বকাপ সুপার লিগে আরও দশ পয়েন্টের সম্ভাবনা। জিম্বাবুয়ে দলে দুটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। একাদশে ফিরেছেন সিকান্দার রাজা, দলে এসেছেন তিনাশে কামুনহুকামওয়ে। আগের ম্যাচে চোট পাওয়া টিমিসেন মারুমার সঙ্গে বাদ পড়েছেন লেগস্পিনার রায়ান বার্ল।
এদিকে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের লক্ষ্যে নামা বাংলাদেশ, প্রথম ম্যাচের দলটিই অপরিবর্তিত রেখেছে। কোনো পরিবর্তন আনেনি তারা। কারণ পেসার মুস্তাফিজুর রহমান এখনো সুস্থ হয়ে উঠেননি। স্বাগতিকদের হয়ে ব্যাটিং ওপেন করছেন টাডিওয়ানাশে মারুমানি এবং তিনাশে কামুনহুকামওয়ে। ১ ওভারে শেষে তাদের সংগ্রহ ১ উইকেটে ৩ রান।