লরেঞ্জো সনেগোকে হারিয়ে উইম্বলডন টেনিসের কোয়ার্টার ফাইনালে উঠলেন রজার ফেদেরার। সঙ্গী হল কিছু রেকর্ডও। আরও একবার অভিজ্ঞতার কাছে পরাজয় মানল তারুণ্য। অন্যদিকে অল ইংল্যান্ড টেনিস ক্লাবের বৃষ্টিভেজা সেন্টার কোর্টে শুরুটা ভাল করেও লড়াই থেকে হারিয়ে গেলেন ইতালির লরেঞ্জো। জয় পেলেন ফেডএক্স ৭-৫, ৬-৪ ও ৬-২ গেমে।
ম্যাচের প্রথম গেমে দুই তারকার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ফেডেরার ও সনেগো একে অপরের একটি করে সার্ভিস ভাঙলে মোকাবিলা ৫-৫ অবস্থানে এসে দাঁড়ায়। সনেগোর সার্ভিসে অ্যাডভান্টেজে চলে যান রজার। সেই সময়ই সেন্টার কোর্টে বৃষ্টি নামে। কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। কিছু পরে খেলা শুরু হলে ৭-৫ গেমে সেট জিতে এগিয়ে যান সুইস তারকা।
অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এরপর ম্যাচে প্রাধান্য বিস্তার করেন ২০ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী ফেদেরার। শেষ দুই সেট জেতেন তিনি ৬-৪ ও ৬-২ গেমে। তাতে ওপেন যুগে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়ে উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে পৌঁছেন ৩৯ প্রায় পেরিয়ে ৪০-এর ঘরে পা দেয়া রজার ফেদেরার।
উইম্বলডনের ওপেন যুগে অর্থাৎ ১৯৬৮ সাল থেকে অল ইংল্যান্ড টেনিস ক্লাব এত বয়সী কোনও খেলোয়াড় কোয়ার্টার ফাইনালে উঠতে পারেননি। ২০০১ সালের ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠে প্রথমবার কোনও গ্র্যান্ড স্ল্যামে শেষ আটে জায়গা করে নিয়েছিলেন ফেদেরার। ২০ বছর পর উইম্বলডনে এক বৃত্ত সম্পন্ন করলেন সুইস তারকা। অবশ্য সবচেয়ে বেশিবার গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর রেকর্ড আগেই গড়েন রজার ফেদেরার। এই নিয়ে মোট ৫৮ বার গ্র্যান্ড স্ল্যামের শেষ আটে পৌঁছলেন রজার। দ্বিতীয় স্থানে থাকা নোভাক জকোভিচ এখনও পর্যন্ত ৫০টি গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। তৃতীয় স্থানে থাকা রাফায়েল নাদাল ৪৪ বার।
ইতালির লরেঞ্জো সনেগোকে হারিয়ে উইম্বলডনে নিজের ১০৫তম ম্যাচটি জিতলেন রজার ফে়দেরার। ঘাসের কোর্টে রেকর্ড ১৮ বার শেষ আটে পৌঁছলেন সুইস তারকা।