ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) অষ্টম রাউন্ডে নিজেদের পঞ্চম জয়ের দেখা পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রতিপক্ষ ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবকে ৫ রানে হারিয়েছে তারা।
বিকেএসপি'র ৪ নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে মোহামেডান। নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসানের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন শুভাগত হোম। দলের পক্ষে সবচেয়ে চওড়া ছিল ইরফান শুক্কুরের ব্যাট। ৪২ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৬৮ রান করে অপরাজিত থাকেন তিনি। এছাড়া আব্দুল মজিদ ২৯ এবং পারভেজ হোসেন ইমন ও নাদিফ চৌধুরী ১৪ রান করে করেন। ওল্ড ডিওএইচএসের পক্ষে দুটি উইকেট তুলে নেন রকিবুল হাসান।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে ওয়ানডে মেজাজে ব্যাটিং শুরু করে ওল্ড ডিওএইচএস। শেষপর্যন্ত অল্প রানই গড়ে দেয় ব্যবধান। ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৫ রান জড়ো করে দল। এরপর বৃষ্টি নামলে ম্যাচ অফিসিয়ালরা ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে।
এতে মোহামেডান ৫ রানের জয় পায়। ওল্ড ডিওএইচএসের পক্ষে মাহমুদুল হাসান ২৪, আনিসুল ইসলাম ইমন ২৩ ও মোহাইমিনুল খান অপরাজিত ২০ রান করেন। মোহামেডানের পক্ষে দুটি উইকেট শিকার করেন শুভাগত হোম।