মোহামেডানকে ৭ উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগে সহজ জয় পেয়েছে মেখ জামাল ধানমন্ডি ক্লাব। এতে হারের বৃত্তেই বন্দী হয়ে রইলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। তানভীয় হায়দার ও নুরুল হাসান সোহানের ঝড়ো ব্যাটিংয়ে বড় জয় পায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ম্যাচের সেরা হন এবাদত হোসেন।
১৩৪ রানের লক্ষ্যে ব্যাটিং নেমে কোনো রান সংগ্রহের আগেই সাজঘরে সৈকত আলী। দ্বিতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়েন ইমরুল কায়েস ও মোহাম্মদ আশরাফুল। ২টি ছক্কায় ২১ বলে ২৫ রান করে ইমরুল ফিরলে ভাঙে যায় জুটি। অধিনায়ক সোহানের সাথে ২৯ সাথে রানের জুটি গড়ে মাঠ ছাড়েন আশরাফুলও। সাজঘরে ফেরার আগে তিনি করেন ৩৮ রান।
চতুর্থ উইকেটে দুর্দান্ত ব্যাটিং করেন তানভীর হায়দার ও সোহান। তানভীর ১৭ বলে ৩ চার ও ২ ছক্কা ৩২ রান অপরাজিত থাকেন। ৩১ বলে সোহান ৩৬ রানে অপরাজিত থাকেন। এতে ৬ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় শেখ জামাল।
তার আগে ব্যাটিং করে ১৩৩ রান সংগ্রহ করে মোহামেডান। দলটির পক্ষে ব্যাট হাতে লড়াই করেন শামসুর রহমান শুভ ও পারভেজ হোসেন ইমন। আর কোনো ব্যাটসম্যানই সুবিধা করতে পারেননি। শামসুরের ব্যাট থেকে আসে ৪০ বলে ৪৯। ইমন করেন ৩৫ বলে ৪৬ রান। এছাড়া ইরফান শুক্কুরের ব্যাট থেকে আসে ১৮ বলে ১৭ রান।
শেখ জামালের পক্ষে দুর্দান্ত বোলিং করেন এবাদত হোসেন। ৪ ওভারে ১৭ রানের খরচায় তিনি নেন ৩টি উইকেট। এছাড়া ৩টি উইকেট পান জিয়াউর রহমান।