দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা লিওনেল মেসির রেকর্ডের দিনে প্যারাগুয়েকে ১-০ গোলে হারালো আর্জেন্টিনা। একই সঙ্গে 'এ' গ্রুপ থেকে প্রথম দল হিসেবে কোপা আমেরিকা ফুটবলের নকআউট পর্বও নিশ্চিত করলো আলবেসেলেস্তেরা।
ব্রাজিলের গারিঞ্চা মানে স্টেডিয়ামে, খেলার শুরুতেই প্যারাগুয়ের উপর চাপ প্রয়োগ করতে থাকে লিওনেল স্কালোনির দল। তাতে খেলার ১০ মিনিটেই গোল আদায় করে নেয় আর্জেন্টিনা। ডানদিক থেকে অ্যাঞ্জেল ডি মারিয়ার থ্রো পাস বক্সের মধ্যে পেয়েই চিপ করেন অভিষিক্ত গোমেজ। তার ডান পায়ের দুর্দান্ত শটটি পরাস্ত করেন প্যারাগুয়ের গোলরক্ষক অ্যান্টোনি ডি সিলভাকে।
প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে আরও একটি গোল করেছিল আর্জেন্টিনা। অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলমুখে শট নেয়ার সময় অফসাইডে ছিলেন মেসি। গোলরক্ষক অ্যান্টোনি ডি সিলভার কাছ থেকে বল ফিরে আসার পর ফিরতি বলে গোল হলেও সেটিকে রেফারি ভিএআরের মাধ্যমে বাতিল করেন। খেলার বাকী সময়ে কোনো দল আর গোলের দেখা পায়নি।
অবশ্য এর আগে মাঠে নেমেই দেশের হয়ে সবচেয়ে বেশি ১৪৭টি ম্যাচ খেলা হ্যাভিয়ের মাসচেরানোর রেকর্ডে ভাগ বসান লিওনেল মেসি। ১৬ বছর আগে হাঙ্গেরির বিপক্ষে দেশের জার্সিতে অভিষেক হয়েছিলো লিওনেল মেসির।