জমে উঠেছে কোপা আমেরিকার এবারের আসর। টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে স্বাগতিক ব্রাজিল। কলম্বিয়ার বিপক্ষে সেলেসাওদের ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৬টায়। রিও ডি জেনিরোর অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের 'বি' গ্রুপে নিজেদের প্রথম দুটি ম্যাচই জিতেছে ব্রাজিল। ৬ পয়েন্ট নিয়ে বর্তমানে শীর্ষে অবস্থান করছে তারা। কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা মাঠে নামবে।
অন্যদিকে তিন ম্যাচে মাত্র একটি জয় পেলেও আরেক ম্যাচে ড্রয়ের সুবাদে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে আছে কলম্বিয়া। তাদের সামনেও আছে দারুণ সুযোগ। ব্রাজিলকে হারাতে পারলেই পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যাবে তারা।