দীর্ঘ জল্পনার অবসান। সমস্ত মন কষাকষি দূরে সরিয়ে প্রাণের ক্লাব বার্সেলোনার সঙ্গে আরও দু’বছরের জন্য চুক্তি বাড়াতে যাচ্ছেন লিওনেল মেসি। স্প্যানিশ সংবাদপত্র মার্কা'র রিপোর্ট অনুযায়ী চুক্তি চুড়ান্ত। শীঘ্রই নতুন চুক্তিতে স্বাক্ষর করবেন আর্জেন্টাইন সুপারস্টার। জুনের শেষেই বার্সেলোনার সঙ্গে পুরনো চুক্তির মেয়াদ শেষ মেসির। স্বাভাবিকভাবেই নতুন মৌসুমে আর্জেন্টাইনের নয়া ক্লাবে যোগদানের জল্পনা ছিল শিরোনামে।
২০২০-২১ লা লিগার শেষ ম্যাচ অনুমতি সাপেক্ষে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন লিওনেল মেসি। স্বাভাবিকভাবে জল্পনা আরও বাড়ে। কিন্তু মার্কার পাশাপাশি এদিন ডেইলি ক্যান্ডেনা'ও মেসির থেকে যাবার খবর প্রকাশ করে।
এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেন কাতালান ক্লাবের অনুরাগীরা। গত মৌসুমের শুরুতে ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট জোসেপ বার্তোমেউয়ের সঙ্গে আর্জেন্টাইন সুপারস্টারের মতবিরোধ শিরোনামে এসেছিল বিশ্ব ফুটবলের। ক্লাব ছাড়তে উদ্যত মেসিকে একপ্রকার চুক্তির গেরোয় আটকে রাখা হয় বার্সেলোনায়।
পরবর্তীতে প্রেসিডেন্ট বদলের পর ক্লাবকে মেসির তিন শর্তে বেঁধে দেওয়ার ঘটনাও অনুরাগীদের অজানা নয়। আর মেসিকে যাতে রেখে দেওয়া যায় তাই মেসির দেখানো পথ ধরেই কাজ শুরু করেন নয়া প্রেসিডেন্ট জোয়ান ল্যাপোর্তা। আসন্ন মৌসুমের জন্য স্কোয়াড পুনর্নিমাণের প্রাথমিক পদক্ষেপ হিসেবে সম্প্রতি মেসির দেশীয় সতীর্থ সার্জিও আগুয়েরোকে দলে নিয়েছে বার্সেলোনা। অ্যাকাডেমি প্রোডাক্ট এরিক গার্সিয়ারও প্রত্যাবর্তন ঘটেছে।
সবকিছু দেখে আশ্বস্ত বাঁ-পায়ের জাদুকর আরও দু’বছর ছোটবেলার ক্লাবে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন বলে মনে করা হচ্ছে। আসন্ন কোপা আমেরিকা শেষে আবারও চিরাচরিত মেরুন-নীল জার্সিতে মেসিকে দেখতে পাওয়া এখন সময়ের অপেক্ষা।