বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের পূর্ণাঙ্গ সূচি চূড়ান্ত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। ঘোষিত সূচি অনুযায়ী আগামী ৭ জুলাই থেকে শুরু হবে দুই দলের দ্বিপাক্ষিক লড়াই। এফটিপি অনুযায়ী দুটি টেস্ট খেলার কথা থাকলেও দুই দল খেলবে একটি টেস্ট। ৭ জুলাই থেকে হারারে স্পোর্টস ক্লাব মাঠে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি।
ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষ করে চলতি মাসের শেষদিকে জিম্বাবুয়ে পৌঁছাবে বাংলাদেশ টেস্ট দল। কোয়ারেন্টিন নীতিমালা শিথিল হওয়ায় টেস্ট এবং ওয়ানডে ও টি-টোয়েন্টি দল আলাদাভাবে যাবে জিম্বাবুয়েতে। প্রত্যেক বহরকে জিম্বাবুয়ে পৌঁছে একদিন কোয়ারেন্টিনে থাকতে হবে। তবে পুরো সফরেই থাকতে হবে জৈব সুরক্ষা বলয়ে।
একমাত্র টেস্ট শেষে দুই দল থেকে যাবে হারারেতেই। সেখানে অনুষ্ঠিত হবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ ১৬, ১৮ ও ২০ জুলাই এবং টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ ২৩, ২৫ ও ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। সফরে মোট সাতটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২০১৩ সালের পর এবারই প্রথম জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ দল।
টেস্ট ম্যাচের প্রতিদিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। তিনটি ওয়ানডেও শুরু হবে একই সময়ে। টি-টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটা থেকে। জিম্বাবুয়েতে করোনা মহামারীর কারণে খেলাধুলায় বিধিনিষেধ আরোপ করায় জিম্বাবুয়ে-বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তবে জিম্বাবুয়ে বোর্ডের অনুরোধে স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন কমিশন বাংলাদেশ সফরের অনুমতি দিয়েছে।
একনজরে জিম্বাবুয়ে সফর সূচি
একমাত্র টেস্ট – ৭-১১ জুলাই – দুপুর দেড়টা
১ম ওয়ানডে – ১৬ জুলাই – দুপুর দেড়টা
২য় ওয়ানডে – ১৮ জুলাই – দুপুর দেড়টা
৩য় ওয়ানডে – ২০ জুলাই – দুপুর দেড়টা
১ম টি-টোয়েন্টি – ২৩ জুলাই – বিকাল সাড়ে চারটা
২য় টি-টোয়েন্টি – ২৫ জুলাই – বিকাল সাড়ে চারটা
৩য় টি-টোয়েন্টি – ২৭ জুলাই – বিকাল সাড়ে চারটা