দীর্ঘ ভ্রমণ শেষে অবশেষে জিম্বাবুয়েতে পৌঁছেছে বাংলাদেশ টেস্ট দল। বিরতিসহ যাত্রাপথে মোট সাড়ে ২২ ঘণ্টা সময় লেগেছে মুমিনুলদের। ক্লান্তিকর এই ভ্রমণ শেষে মুমিনুল হকের দল করোনা পরীক্ষা করিয়ে শুরু করেছে জৈব সুরক্ষা বলয়।
কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে গত ২৮ জুন দিবাগত রাতে (২৯ জুন ভোর ৪টায়) বাংলাদেশ ছাড়ে টাইগাররা। সেখান থেকে কাতারের দোহা ও দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ হয়ে যেতে হয়েছে হারারেতে। এই শহরেই টাইগাররা খেলবে একটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি।
জিম্বাবুয়েতে টাইগারদের কোয়ারেন্টিন প্রটোকল শিথিল হওয়ায় অবশ্য হাঁফ ছেড়ে বাঁচবে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। বিশ্রাম শেষেই নেমে পড়া যাবে অনুশীলনে। দীর্ঘদিন ধরে লাল বল থেকে দূরে থাকা ক্রিকেটাররা খেলবেন সাদা পোষাকের একটি প্রস্তুতি ম্যাচও। ৭ জুলাই একমাত্র টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের দ্বিপাক্ষিক লড়াই।
বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের সূচি
একমাত্র টেস্ট – ৭-১১ জুলাই – দুপুর দেড়টা
১ম ওয়ানডে – ১৬ জুলাই – দুপুর দেড়টা
২য় ওয়ানডে – ১৮ জুলাই – দুপুর দেড়টা
৩য় ওয়ানডে – ২০ জুলাই – দুপুর দেড়টা
১ম টি-টোয়েন্টি – ২৩ জুলাই – বিকাল সাড়ে চারটা
২য় টি-টোয়েন্টি – ২৫ জুলাই – বিকাল সাড়ে চারটা
৩য় টি-টোয়েন্টি – ২৭ জুলাই – বিকাল সাড়ে চারটা