জিতলেই কোয়ার্টার ফাইনালে উঠে যাবে আর্জেন্টিনা। কোপা আমেরিকার মঞ্চে আর্জেন্টিনাকে কখনো হারাতে পারেনি প্যারাগুয়ে। মঙ্গলবার ভোরে কী তারা জয়ের পতাকা উড়াতে পারবে নাকি আর্জেন্টিনাই জিতবে? যদি আর্জেন্টিনা জিতে যায় তাহলে এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনাল। মেসিদের জন্য যা নতুন চ্যালেঞ্জে।
গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে মঙ্গলবার ভোরে ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে। বাংলাদেশ সময় ভোর ৬টায় ম্যাচটি শুরু হবে। দুই ম্যাচে এক জয় ও এক জয়ে আর্জেন্টিনা পয়েন্ট তালিকার শীর্ষে। প্যারাগুয়ে এক ম্যাচ খেলে একটিতেই জিতেছে।
দুই দলের লক্ষ্য আজ অভিন্ন। প্যারাগুয়ে এর আগে কোপার মঞ্চে ২২ বার আর্জেন্টিনার মুখোমুখি হয়েছে। একবার জিতেনি দলটি। মঙ্গলবার জিতলেই ইতিহাস গড়বে তারা। অন্যদিকে মেসিদের সুযোগ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা। চিলির বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলে জিতেছে মেসির দল। প্যারাগুয়ের বিপক্ষেও জয়ের প্রহর গুনছে তারা। মেসির বয়স বাড়ছে। মাঠে সময়ও ফুরিয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে এবারই শেষ সুযোগ কোপা আমেরিকা জেতার।
এর আগে চারবার কোপায় খেলেছেন তিনি। কিন্তু শিরোপা ছুঁতে পারেননি একবার। সতীর্থরাও এবার মেসিকে দারুণ কিছু উপহার দিতে চান। দলটির রক্ষণের খেলোয়াড় ক্রিস্টিয়ান রোমেরা বলেন,‘আমরা ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চাই। তবে একটা বিষয় পরিস্কার আমরা দল হিসেবে বেশ ভালো। অনেক দূর যাওয়া সম্ভব। মেসির মতো সতীর্থ আছে। যাকে আমরা সব সময়ই ভালো কিছু দিতে চাই।’
প্রথম দুই ম্যাচেই মেসির অবদানে ফল পেয়েছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে ফ্রি কিকে গোল করেছিলেন। দ্বিতীয় ম্যাচে তার অ্যাসিস্টে গোল পেয়েছিল দল। এবারও তার থেকে ধ্রুপদী পারফরম্যান্সের অপেক্ষায় আর্জেন্টিনার সমর্থকরা। এদিকে জাতীয় দলের জার্সিতে ১৪৭তম ম্যাচ খেলতে নামছেন মেসি। মাঠে নেমে মেসি স্পর্শ করবেন জাভিয়ের মাসচেরানোর রেকর্ড। প্যারাগুয়ে নিজেদের প্রথম ম্যাচে ৩-১ গোলে উড়িয়ে দেয় বলিভিয়াকে। দেখার বিষয় আর্জেন্টিনার বিপক্ষে কেমন করে তারা।