কোপা আমেরিকায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইকুয়েডরের সাথে ১-১ গোলে ড্র করেছে শীর্ষ দল ব্রাজিল। আর তাদের কাছ থেকে ১ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইকুয়েডর। আরেক ম্যাচে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ আটে উঠেছে পেরু।
কোয়ার্টার ফাইনালতো আগেই নিশ্চিত হয়ে গিয়েছিলো, ব্রাজিলের জন্য ম্যাচটি ছিলো জয়রথ এগিয়ে নেবার। অবশেষে ১০ জয়ের পর ইকুয়েডর থামিয়ে দিলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
গোইয়ানিয়ার অলিম্পিকো স্টেডিয়ামে ব্রাজিল সমর্থকরা বসেছিলেন টেবিলের তলানিতে থাকা ইকুয়েডরের বিপক্ষে তাদের দল কত বড় ব্যবধানে জিতবে তা দেখতে। তবে শুরুতেই ভিন্ন বার্তা দেয় গুস্তাভো আলফারোর দল।
নেইমার-ক্যাসিমিরোকে ছাড়া খেলতে নামা সেলেসাওদের বল দখলে ছিলো ৬২ শতাংশ। এই আধিপত্য ধরে রেখেই এডার মিলিতাও ৩৭ মিনিটে এগিয়ে নেয় স্বাগতিকদের।
এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল। তবে বিরতি থেকে ফিরে সেই লিড ধরে রাখতে পারেনি তিতের দল। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে মরিয়া হয়ে লড়ে ইকুয়েডর। প্রতিপক্ষের পোষ্টে আট শট নেয়া ইকুয়েডরকে ৫৩ মিনিটে সমতায় ফেরান আনহেল মেনা। এতে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে কিংবা চিলির বিপক্ষে খেলতে হবে কোপার বর্তমান চ্যাম্পিয়নদের।
এদিকে 'বি' গ্রুপের অন্য ম্যাচে ব্রাসিলিয়ার মানে গ্যারিঞ্চা স্টেডিয়ামে, ভেনেজুয়েলাকে একমাত্র গোলে হারিয়ে রানার্সআপ হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে পেরু। গোল শূন্য প্রথমার্ধের পর খেলার ৪৮ মিনিটে আন্দ্রে কোরিল্লোর গোলে জয় পায় পেরু। আর এই পরাজয়ে কোয়ার্টার ফাইনালের আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো ভেনেজুয়েলাকে।