মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আরও একটি রেকর্ড গড়লেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচেই প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তামিম ইকবাল।প্রথম ওভারেই চার হাঁকিয়ে এই কীর্তিতে নাম লিখিয়েছেন তামিম।
টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। যদিও ম্যাচের দিন সকালে শঙ্কা দেখা দিয়েছিল ম্যাচ আয়োজন নিয়ে, তবে শেষ পর্যন্ত নির্বিঘ্নেই মাঠে গড়িয়েছে ম্যাচটি। মাঠে নেমেই আরও একটি অনন্য রেকর্ডে নিজের করে নিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
ব্যাট হাতে রেকর্ডে দিনদিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন তামিম। এই বাঁহাতি ব্যাটসম্যানের পালকে এবার যুক্ত হলো আরও একটি রেকর্ড। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে তিনিই প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ১৪ হাজার রানের ক্লাবে প্রবেশ করলেন।
শ্রীলঙ্কার বিপক্ষে এই ওয়ানডে ম্যাচে নামার আগে তামিমের নামের পাশে ছিল ১৩ হাজার ৯৯৮ রান। শ্রীলঙ্কার পক্ষে প্রথম ওভার বোলিং করতে আসেন ইসুরু উদানা। প্রথম ৫টি বল দেখেশুনে খেলার পরে ওভারের শেষ বলে ৪ হাঁকিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রান স্পর্শ করেন তামিম।
এই রেকর্ড গড়ার সময় ওয়ানডেতে তামিম স্পর্শ করেন ৭৪৫৬ রান। টেস্ট ক্রিকেটে তার নামের পাশে আছে ৪৭৮৮ রান ও টি-টোয়েন্টি ক্রিকেটে তার ব্যাট থেকে এসেছে ১৭৫৮ রান।