পেপ গার্দিওলার অধীনে আবারও ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি। স্প্যানিশ কোচ পেলেন সেই কীর্তির প্রতিদান। লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের (এলএমএ) ভোটে এবারের বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন তিনি।
প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে এভারটনকে ৫-০ গোলে হারায় সিটি। এই জয়ে ১২ পয়েন্টের ব্যবধানে শীর্ষে থেকে মৌসুম শেষ করে পেপ গার্দিওলার দল। এ নিয়ে গত চার মৌসুমে তৃতীয়বারের মত এই ট্রফি জিতলো সিটিজেনরা। অবশ্য মৌসুমকে আরও স্মরণীয় করে ট্রেবল জেতার হাতছানি এখন সিটির সামনে। আগেই লিগ কাপ নিজেদের নামে করেছে তারা, চ্যাম্পিয়নস লিগ জিতলেই এই অনন্য রেকর্ড করবে দলটি।
লিডস ইউনাইটেডের মার্সেলো বিয়েসলা, ওয়েস্ট হ্যামের ডেভিড ময়েস, চেলসির মহিলা দলের কোচ এমা হায়েস প্রমুখদের পারজিত করে স্যার অ্যালেক্স ফার্গুসন ট্রফি জয় করেন গার্দিওলা। ২০১৭-১৮ মৌসুমের পর দ্বিতীয়বারের মত এই ট্রফিটি জিতলেন তিনি।
জয়ের পর দলের ফুটবলার ও সাপোর্ট স্টাফদের উৎসসর্গ করে গার্দিওলা জানান, 'দ্বিতীয়বার এই খেতাব জিতে আমি খুবই খুশি। তবে সেরা পেশাদার দল ছাড়া কোন ম্যানেজারেরই এই খেতাব জয় সম্ভব নয়। গোটা মৌসুম জুড়েই আমার খেলোয়াড়রা দারুণ পেশাদারিত্ব দেখিয়েছে এবং আমার সহকর্মীরা সেরার পুরস্কার পাওয়ার যোগ্য। আমার এই ট্রফি আমি তাদেরই উৎসর্গ করলাম।'